Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশিদিন হয়নি জি বাংলার (zee bangla) ধারাবাহিক ‘অমর সঙ্গী’ শেষ হয়েছে। যেখানে নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। এর আগেও একাধিকবার ছোটপর্দার ধারাবাহিকে বাজিমাত করেছেন তিনি। বিশেষ করে জনপ্রিয় হয়েছিলেন গুড্ডি ধারাবাহিকের জন্য। বর্তমানে অমর সঙ্গীর নায়ক নীল ভট্টাচার্য পাড়ি দিয়েছেন মুম্বাইতে। অপরদিকে শ্যামৌপ্তি মুদলিকে (Shyamoupti Mudly) দেখা গিয়েছিল বেশ কিছু কাজে ,তবে সেভাবে ছোটপর্দায় দেখা যায়নি। শোনা যাচ্ছে, অভিনেত্রী শীঘ্রই ছোটপর্দায় ফিরতে চলেছেন। কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী? অভিনেত্রীর বিপরীতে কে থাকবেন?
ব্যবসার কাজে ব্যস্ত (Shyamoupti Mudly)
কিছুদিন আগেই শেষ হয়েছে ‘অমর সঙ্গী ‘ধারাবাহিক। যেখানে জুটি বেঁধেছিলেন নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। বর্তমানে নীল মুম্বাইতে পাড়ি দিয়েছেন। অভিনেত্রী কোনও ধারাবাহিকে না ফিরলেও তিনি তাঁর নতুন ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। শোনা গিয়েছে, তিনি একই ছাদের তলায় ক্যাফে ও বুটিক খুলেছেন। আপাতত তা নিয়েই তিনি ব্যস্ত।
ফিরছেন মুখ্য চরিত্রে? (Shyamoupti Mudly)
শোনা যাচ্ছে, অভিনেত্রী ছোট পর্দায় ফিরছেন। তবে সেটা কোনও নতুন ধারাবাহিক নয়, পুরনো ধারাবাহিকেই তাঁকে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে। ‘পুতুল টিটিপি’ ধারাবাহিকে গেস্ট হিসাবে আসতে চলেছেন তিনি। এই ধারাবাহিকের জুটি পুতুল ও ময়ূখ অর্থাৎ খেয়ালি মন্ডল ও সৈয়দ আরোফিন। সামনে আসতে চলেছে জামাইষষ্ঠী পর্ব। আর এই জামাইষষ্ঠীতে পুতুলের বিপদে পাশে দাঁড়াবেন অভিনেত্রী শ্যামৌপ্তি (Shyamoupti Mudly)। অর্থাৎ তাঁকে নায়িকার চরিত্রে দেখা না গেলেও, নতুন ভাবে দেখা যেতে চলেছে। যা দেখতে দর্শক বেশ উৎসুক।
আরও পড়ুন: Salman Khan: ভক্তদের ভালোবাসায় বিপদে সলমন, বন্দি ভাইজান!
অনুরাগীর সংখ্যা কম নয়!
অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির (Shyamoupti Mudly)বেশিরভাগ ধারাবাহিকই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর অনুরাগীদের সংখ্যা ও কম নয়। জি বাংলার (Zee Bangla) অমর সঙ্গী ধারাবাহিক দর্শকদের বেশ ভালো লেগেছিল। তবে শোনা গেছে, টিআরপি কম থাকার তাড়াতাড়ি শেষ হয়েছে এই ধারাবাহিক। কিন্তু অনুরাগীদের প্রচুর ইচ্ছা ছিল, তাঁকে আবার যেন ছোট পর্দায় দেখার।
আরও পড়ুন: Dhumketu: ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর সম্পর্কের প্রভাব! কী হতে চলেছে? যা জানা গেল…
সময়ের অপেক্ষা
অভিনেত্রী ছোট পর্দায় পাকাপাকি ভাবে কবে ফিরছেন? তিনি বরাবরই ধারাবাহিকে কাজ করতে চেয়েছেন । সদ্য একটা মেগা শেষ হয়েছে। এখন তিনি ব্যবসার কাজে ব্যস্ত। যদিও তাঁর খুব ইচ্ছে তাড়াতাড়ি নতুন ধারাবাহিকে ফেরার। এখন সময়ের অপেক্ষা মাত্র।