ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ অপেক্ষার অবসান। সকলেই অপেক্ষায় ছিলেন ছোট্ট সদস্যর (Sidharth-Kiara)। গতকাল সিড কিয়ারার বাবা মা হবার সুখবর পাওয়া গেল। সেই খবরে সিলমোহর দিলেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। এখন কেমন আছেন অভিনেত্রী? সন্তান কেমন আছে?
ছড়িয়ে পড়ে খবর (Sidharth-Kiara)
গত কয়েক দিন ধরে সিড কিয়ারার (Sidharth-Kiara) পরিবারে নতুন সদস্য আসার খবর ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। গত কয়েক দিন ধরেই হাসপাতালে যাতায়াত বেড়েছিল এই দম্পতির। কিয়ারা সব সময় ছাতার আড়ালে লুকিয়ে রাখতেন নিজেকে। এমনকি শেষ যেদিন হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল সেই দিনও নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তারপর থেকে অনুরাগীরা সুখবর পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন।
আত্মবিশ্বাসী চেহারা (Sidharth-Kiara)
মে মাসে মেট গালার মঞ্চে দেখা গিয়েছিল কিয়ারা আডবাণীকে (Kiara Advani)। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় আত্মবিশ্বাসী কিয়ারাকে হাঁটতে দেখা গিয়েছিল (Sidharth-Kiara)। তাঁর সেই রূপ ও আত্মবিশ্বাস বলিউডে বেশ আলোড়ন ফেলেছিল। তারপর থেকে সেভাবে ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি অভিনেত্রীকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই মুম্বাই হাসপাতালে সামনে পরিবারের লোকজনকে দেখা যায়।
আরও পড়ুন: Bajrangi Bhaijaan: ‘বজরঙ্গি ভাইজান ‘ রূপে সলমনের কামব্যাক, নতুন টুইস্ট সিক্যুয়েলে!
মা-বাবা হওয়া
২০২৩ সালে বিয়ে হয় কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। দু’বছরের মাথায় এই দম্পতি কন্যা সন্তানের মা বাবা হলেন। ‘শেরশাহ ‘ ছবিতে দুজনে প্রথম অভিনয় করেছিলেন। পর্দার প্রেম বাস্তব রূপ নিয়েছিল। দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা অনেক। তাই তাঁদের মা-বাবা হওয়ার খবরে অনুরাগীরা ভীষণ খুশি। আর তাঁদের ঘরে কন্যা সন্তানের আসার খবরে আনন্দে উচ্ছ্বসিত অনুরাগীরা।
আরও পড়ুন: New serial: বলিউডি কায়দায় ধারাবাহিক, ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা!
কেমন আছেন কিয়ারা?
শোনা গিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। বাবা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) কথায় , তাঁদের জীবন আজ পরিপূর্ণ। তাঁদের চারিপাশের পৃথিবীটা আজ থেকে পাল্টে গেল। তাঁরা ভীষণ খুশি তাঁদের ঘরে ঈশ্বর কন্যা সন্তান পাঠিয়েছেন। সেলেব দম্পতি মা-বাবার হওয়ার খবরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অনেকেই। কবে ছোট্ট সদস্যর মুখ প্রকাশ্যে আনবেন সিড কিয়ারা? অপেক্ষায় অনুরাগীরা।