ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সলমন (Salman Khan) অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বড় পর্দায় ‘সিকন্দর’ (Sikandar) দেখার জন্য। ইতিমধ্যেই সিকন্দরের এক ঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে সলমনকে দেখা গিয়েছে রীতিমত দাবাং মেজাজে। আর এই ছবির জন্য সলমনকে কম পরিশ্রম করতে হয়নি। এই একটি ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি?
ঝুঁকি নিয়ে শুটিংয়ের কাজ (Sikandar)
একদিকে যখন ‘সিকন্দর’ (Sikandar) ছবি নিয়ে নানান কথা শোনা যাচ্ছিল, তখন কিন্তু সলমন খানের সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। তাঁর মাথার উপর ঝুলছিল মৃত্যুর খাঁড়া। প্রচুর ঝুঁকি নিয়ে তিনি শুটিং করেছেন। প্রতি মুহূর্তে লরেন্স বিষ্ণই গ্যাংয়ের হুমকির মুখে ছিলেন তিনি। এই ছবির শুটিং চলাকালীন, একের পর এক খুনের হুমকি এসেছে সলমনের কাছে। কিন্তু তিনি থেমে থাকেননি। বরং জোরকদমে শুটিংয়ের কাজ চালিয়েছেন। এছাড়াও এই ছবির শুটিং চলাকালীন অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) অসুস্থ হয়ে পড়েন।
নজর কেড়েছে সলমন-রশ্মিকার কেমিস্ট্রি (Sikandar)
বহুদিন ধরেই কিন্তু বলিউড ভাইজানের আসন্ন ছবির ‘সিকন্দর’ (Sikandar) আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির এক ঝলক থেকে শুরু করে একটি গান। যেখানে দর্শকদের মন কেড়েছে সলমন এবং রশ্মিকা মন্দানার কেমিস্ট্রি।
শুটিংয়ের সময় পাঁজরে চোট
এর আগে বলিউড ভাইজানকে দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ ছবিতে। মাঝে বেশ কয়েক বছর তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। দীর্ঘদিন পর তিনি আবার নতুন রূপে ফিরছেন সিকন্দরে। পারিশ্রমিকটাও নেহাত কম নয়। নিজের সুরক্ষা বাজি রেখে এই ছবির কাজ করেছেন তিনি। এমন কি ছবি লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ের সময় পাঁজরের চোট পান অভিনেতা।
আরও পড়ুন: Priyanka Chopra: বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা! তড়িঘড়ি বিক্রি করে দিলেন মুম্বাইয়ের ফ্ল্যাট
সলমনের পারিশ্রমিক
প্রথম থেকেই শোনা যাচ্ছিল, সিকন্দর ছবির জন্য বেশ ভালোই দর হাঁকিয়েছেন সলমন। পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১০০ কোটিরও বেশি। এবার শোনা যাচ্ছে, এই ছবির জন্য সলমন খান নাকি প্রায় ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এই ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। যার জন্য সলমনকে শরীরচর্চার মাধ্যমে নিজের চেহারাতে বহু বদল আনতে হয়েছে।
রশ্মিকার পারিশ্রমিক
অপরদিকে রশ্মিকা পারিশ্রমিক হিসেবে পেয়েছেন, প্রায় ৫ কোটি টাকা। অভিনেত্রী রশ্মিকার সময়টা এখন বেশ ভালই যাচ্ছে। ইতিমধ্যেই বক্স অফিসে তাঁর অভিনীত ‘পুষ্পা ২’ (Pushpa 2: The Rule) এবং ‘ছাবা’ (Chhaava) রীতিমত ঝড় তুলেছে। এখন অভিনেত্রীর হাতে একের পর এক কাজ, পার করছেন ব্যস্ত সময়।
আরও পড়ুন: Alia Bhatt: আলিয়াকে মন থেকে ভালোবেসে ছিলেন এল
অনুরাগীদের প্রত্যাশা
এছাড়াও এই ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন কাজল আগরওয়াল (Kajal Aggarwal)। তাঁর পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা। ছবিটি বক্স অফিসে মুক্তি পাবে আগামী ঈদে। এই ছবি নিয়ে সলমন অনুরাগীদের প্রত্যাশা কম নয়। অনেকেই মনে করছেন, বক্স অফিসে সফলতার সঙ্গে ব্যবসা করবে ছবিটি।