ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukhopadhyay)। অসুস্থ বর্ষীয়ান শিল্পী ভর্তি ছিলেন কলকাতার SSKM হাসপাতালে। কয়েকদিন আগে হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতুল মুখোপাধ্যায়ের জীবনাবসান (Pratul Mukhopadhyay)
জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর নাক দিয়ে আচমকাই রক্তক্ষরণ হয়েছিল। অতিরিক্ত সংক্রমণে প্রভাব পড়ে কিডনি, ফুসফুসে। সম্প্রতি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে ছিলেন তিনি। সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। অবশেষে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukhopadhyay)।
আরও পড়ুন: Train Cancelled: সপ্তাহান্তে ফের দুর্ভোগ! বাতিল একাধিক লোকাল
উল্লেখ্য, কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শোনান প্রবীণ গায়ক। কিন্তু সপ্তাহ খানেক আগে তাঁর আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দেখা যায়, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের। তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানেই ধরা পড়ে, ফুসফুসেও প্রবল সংক্রমণ রয়েছে। তবে শেষ রক্ষা হল না। না ফেরার দেশে শিল্পী গণসঙ্গীতের কণ্ঠ।
আরও পড়ুন: Weather Update : শীতের বিদায়বেলায় আবহাওয়ার চমক ! প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
কোনও যন্ত্রানুসঙ্গের দরকার পড়ত না সঙ্গীতশিল্পীর। হাত ছড়িয়ে উদাত্ত কণ্ঠে স্রেফ তুড়ির ছন্দেই গান গেয়ে ফেলতেন তিনি। আর তাঁর হাঁটা হবে না বাংলার পথ ধরে। মিহি কণ্ঠে আর উঠবে না দৃপ্ত স্লোগান। যতদিন বাংলার কৃষ্টি থাকবে ততদিন থেকে যাবে তাঁর গাওয়া ‘আমি বাংলায় গান গাই’-এর মতো সব গান। শিল্পীর প্রয়াণ হলেও থেকে যাবে তাঁর অসামান্য সৃষ্টির মৌতাত।