ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার সোদপুরের(Skull Found In Sodepur) অমরাবতী খেলার মাঠের পাশে রয়েছে আবর্জনার স্তূপ। শুক্রবার তার পাশেই মাটি খোঁড়ার কাজ চলছিল। সেই সময় শ্রমিকরা বোঝেন মাটির নিচে শক্ত কিছু একটা রয়েছে। এরপরই মেলে রক্তমাখা মানুষের মাথার খুলি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ।
কী বলছেন স্থানীয়রা? (Skull Found In Sodepur)
এই খুলি উদ্ধারের ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়(Skull Found In Sodepur)। আতঙ্কিত স্থানীয়রা। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘এই এলাকা বেশ জনবহুল। আলোও রয়েছে পর্যাপ্ত। বহু মানুষের যাতায়াত সেখানে। এমন একটি জায়গা থেকে খুলি উদ্ধার ভয় ধরানোর জন্য যথেষ্ট।’ ব্যারাকপুরের নগরপাল অজয় ঠাকুর বলেন, ‘‘অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’ পানিহাটি পুরসভার উপপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন, “আমি বিষয়টি জানতাম না। কীভাবে ঘটনাটি ঘটল, তা দেখা উচিত। সঠিক তদন্ত করে বের করতে হবে।”
খুন করে পুঁতে দেওয়ার অনুমান (Skull Found In Sodepur)
এই রক্তমাখা মানুষের খুলি(Skull Found In Sodepur) দেখে পুলিশের অনুমান, কিছুদিন আগেই খুন করে পুঁতে দেওয়া হয়েছে। তাহলে বাকি দেহটি কোথায়? উঠছে প্রশ্ন। খুলিটি উদ্ধার করে তাঁরা প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। ওই খুলিটি উদ্ধার করে এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলেই বোঝা যাবে তা কত দিনের পুরনো বা তা নারী না পুরুষের। ইতিমধ্যেই অন্যান্য থানায় খবর পাঠানো হয়েছে। যদি কোনও দেহ পাওয়া গিয়ে থাকে তাহলে মিলিয়ে দেখা হবে খুলি।
আরও পড়ুন: Tangra Death Case: ট্যাংরার দে বাড়িতে বন্ধ সব সিসিটিভি, এল ফরেন্সিক দল
দত্তপুকুরে উদ্ধার ব্যক্তির কাটা মাথা
উল্লেখ্য, কয়েকদিন আগে দত্তপুকুরে উদ্ধার হয় এক ব্যক্তির কাটা মাথা(Skull Found In Sodepur)। পরে উদ্ধার হয় দেহাংশ। সম্প্রতি দত্তপুকুর কাণ্ডের কিনারা করেছে পুলিশ। হজরত নামের যে যুবককে খুন করা হয়েছিল তার কাটা মাথাও উদ্ধার করেছে তারা। যদিও তা উদ্ধার করতে ২ সপ্তাহ সময় লেগেছিল পুলিশের। হজরতের এক সময়ের ‘ক্রাইম পার্টনার’ জলিল তাকে খুন করে। তারপর স্ত্রীর সাহায্য তার মাথা কেটে ডোবায় ফেলে দিয়েছিল। খুন করে জম্মু-কাশ্মীরে পালিয়ে গেছিল জলিল। সেখান থেকেই তাকে ধরে রহস্যের কিনারা করেছে পুলিশ।
খতিয়ে দেখছে পুলিশ
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি(সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ বলেন, “তদন্ত শুরু হয়েছে ৷ আশপাশের থানাতে খোঁজ নিয়ে দেখা হচ্ছে, সম্প্রতি সেখানে কোনও মিসিং ডায়রি হয়েছে কি না ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে খুলিটি পুরুষ না মহিলার তা জানা যাবে ৷ সমস্ত কিছুই আমরা খতিয়ে দেখছি ৷” পুলিশের তরফে জানানো হয়েছে, খুলিটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাঠে মাথার খুলিটি এল, তা খতিয়ে দেখছে পুলিশ।