Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েকদিন ধরে সোশ্যাল (Smartphone Dial Pad) মিডিয়ায় একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, “আমার ফোনের ডায়াল প্যাড হঠাৎ বদলে গেল কেন?” বহু ইউজার অভিযোগ করছেন, তাঁদের ফোনের ডায়ালারের ইন্টারফেস একদিন সকালে ঘুম থেকে উঠে একেবারে অন্যরকম হয়ে গেছে। অনেকে ভাবছেন, এটা কোনো হ্যাক বা প্রযুক্তিগত সমস্যা কিনা। তবে আসল ব্যাপারটা একেবারেই ভিন্ন এবং এতে চিন্তার কিছু নেই।
কেন এই পরিবর্তন? (Smartphone Dial Pad)
মূলত, গুগলের নতুন ইউজার ইন্টারফেস (Smartphone Dial Pad) আপডেট ‘Material You’ বা মেটেরিয়াল ডিজাইন ৩-এর কারণেই এই পরিবর্তন দেখা যাচ্ছে। ২০২৫ সালের জুন মাসে গুগল ঘোষণা করেছিল, তারা তাদের ইউজার ইন্টারফেসে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এই পরিবর্তনের অংশ হিসেবে ধাপে ধাপে সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে নতুন ডিজাইন পৌঁছে যাচ্ছে। এবং যাঁদের ফোন তুলনামূলকভাবে নতুন, তাঁরা এই আপডেট সবচেয়ে আগে পাচ্ছেন।
ডায়াল প্যাডে একাধিক ভিজ্যুয়াল পরিবর্তন (Smartphone Dial Pad)
এই নতুন আপডেটের ফলে ডায়াল প্যাডে এসেছে একাধিক ভিজ্যুয়াল পরিবর্তন (Smartphone Dial Pad)। যেমন, ডায়ালারের ডিজাইন আগের চেয়ে অনেক বেশি মিনিমাল এবং হালকা রঙের স্কিম ব্যবহার করা হয়েছে। এসেছে নতুন হোম বাটন, পাশাপাশি যুক্ত হয়েছে ফেভারিট কনট্যাক্টস বার, যাতে প্রিয় বা ঘন ঘন ব্যবহৃত নাম্বারগুলো সহজেই এক টাচে পাওয়া যায়।
ইউজার ইন্টারফেস পরিবর্তনের সিদ্ধান্ত
গুগল মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মালিক, যদিও এই অপারেটিং সিস্টেমটি ২০০৫ সালের আগে আলাদা একটি কোম্পানি তৈরি করেছিল। পরে গুগল সেই কোম্পানিটিকে কিনে নেওয়ার পর থেকেই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সম্পূর্ণ গুগলের অধীনে চলে আসে। ফলে যেকোনো অ্যান্ড্রয়েড ফোনেই সফটওয়্যার আপডেট বা ইউজার ইন্টারফেস পরিবর্তনের সিদ্ধান্ত নেয় গুগলই।

আরও পড়ুন: Kriti Sanon: বলিউডের অন্ধকার দিক, পারিশ্রমিকে বৈষম্য ? প্রশ্ন তুললেন কৃতি শ্যানন
এই ধরনের আপডেট সময়ের সঙ্গে সঙ্গে ফোনের পারফরম্যান্স উন্নত করে, ইউজার এক্সপেরিয়েন্স আরও মসৃণ করে তোলে এবং সুরক্ষাও বাড়ায়। নতুন ডিজাইন শুধু দেখতে আধুনিক নয়, ব্যবহারেও অনেক বেশি সহজ ও ইউজার ফ্রেন্ডলি। অনেক সময় এই আপডেটগুলো রাতারাতি ফোনে চলে আসে, তাই হঠাৎ করে এমন পরিবর্তন দেখে অনেকেই ভীত বা বিভ্রান্ত হয়ে পড়েন। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা একটি স্বাভাবিক সফটওয়্যার পরিবর্তন, যা আপনার ফোনকে আরও আধুনিক করে তুলছে।