ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জয় নির্ধারণী ম্যাচে নিজের অষ্টম ওডিআই সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana Record)। এই তারকা ওপেনার ভারতের জন্য ২৩৩ রান তাড়া করার প্ল্যাটফর্ম তৈরি করে দেন। তাঁর ব্যাটিং-এর উপর ভরসা করেই ভারত ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয়। এই জয়ের ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
নতুন রেকর্ড (Smriti Mandhana Record)
শতরানের সাহাজ্যে, ভারতীয় দলের কিংবদন্তি মিতালি রাজকে পিছনে ফেলে দিলেন মান্ধানা (Smriti Mandhana Record)। বর্তমানে ওডিআই ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করা ভারতীয় মহিলা খেলোয়াড় হলেন তিনি। তাঁর সংরহে রয়েছে মোট আটটি সেঞ্চুরি।
কাকে পিছনে ফেললেন তিনি? (Smriti Mandhana Record)
ম্যাচের আগে, মন্ধনা এবং তার প্রাক্তন অধিনায়ক মিতালি দুজনের দখলেই ছিল সাত সেঞ্চুরি। কিন্তু ম্যাচের পরে রেকর্ডের তালিকেয় বাঁ-হাতি ব্যাটার উপরে উঠে গেলেন। তাঁর শতরানের রেকর্ড এবং ভারতের সিরিজ জয়ের রেকর্ড দুই এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে
তালিকায় কোথায় মান্ধানা? (Smriti Mandhana Record)
অন্যদিকে বিশ্ব ক্রিকেটে সেঞ্চুরির তালিকা দেখলে এখনও অনেকটা পিছিয়ে মান্ধানা। মেগ ল্যানিং ১৫টি শতরান করে রয়েছেন তালিকার শীর্ষে। সুতরাং বিশ্ব তালিকার শীর্ষে পৌঁছাতে এখনও অনেক পরিশ্রম করতে হবে ভারতীয় ব্যাটারকে।
কত বলে এল শতরান?
তিনি নিজের অষ্টম ওডিআই সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেন ১২১ বল। এই ইনিংসে ছিল ১০টি চার। তাঁর ব্যাটিং-এর সুবাদে খুব সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্য তাড়া করে জিতে যায় ভারত। মান্ধনা এই বছর ওডিআইতে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন এবং সাত ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছেন। মনে করা হচ্ছে এই মরসুমে তাঁর ব্যাট থেকে আরও অনেক বড় রান দেখা যাবে।
আরও পড়ুন: Agni Dev Chopra: ক্রিকেটের বলি-যোগ, রেকর্ড বিধু বিনোদ চোপড়ার ছেলের
নিউজিল্যান্ডকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত
এর আগে ভারতের বিপক্ষে সিরিজের নির্ধারণী তৃতীয় ও শেষ মহিলাদের ওয়ানডেতে নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড নিজেদের দলে একটি পরিবর্তন করে। জেস কেরের জায়গায় হান্না রোকে আসেন প্রথন একাদশে। ভারতীয় দলে অরুন্ধতী রেড্ডির জায়গায় আসেন রেনুকা সিং।
শিন স্প্লিন্টের কারণে অফ-স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল ম্যাচের জন্য ফিট ছিলেন না। বিসিসিআই বলেছে যে মেডিকেল টিম তার রিকভারি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে।
খেলার তথ্য
নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার হ্যালিডে ৯৬ বলে ৮৬ রান করে নিউজিল্যান্ডকে মাঝারি স্কোরে পৌঁছে দেন।
শুরুতে, ভারতীয় বোলাররা একযোগে আক্রমণ চালায় এবং তাদের সুশৃঙ্খল লাইন এবং লেংথ নিউজিল্যান্ড ব্যাটারদের বেশ সমস্যায় ফেলেছিল।
আরও পড়ুন: Vinicius Junior: ২০২৪-এ সেরা রদ্রি! অবশেষে নিরবতা ভাঙলেন ভিনি
টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই তাদের প্রথম বিদায়ের পরে মুষড়ে পরে ভারতীয় দল। হারানো জায়গা ফিরে পাওয়ার জন্য দরকার ছিল এই সিরিজের জয়। ভারত ম্যাচটি শুরু করে জয়ের লক্ষ্য নিয়েই এবং মাত্র ৭.১ ওভারে ২৫ রানে দুই উইকেট তুলে নেয় কিউইদের। ভারত নিয়মিত উইকেট নিতে থাকে এবং নিউজিল্যান্ডের ইনিংস ২৩২ রানে শেষ হয়ে যায়।
তাড়া করতে গিয়ে শেফালি ভার্মা মাত্র ১২ রানে আউট হওয়ার পর ইয়াস্তিকা ভাটিয়ার সঙ্গে ভারতের চেজ পুনর্গঠন করেন মান্ধানা। অন্যদিকে, মান্ধানা এবং হরমনপ্রীত কৌরের মধ্যে ১১৭ রানের দাপুটে জুটি ভারতকে চালকের আসনে ফিরিয়ে আনে। ভারতীয় অধিনায়ক ৫৯ রানে অপরাজিত থাকেন এবং একটি বাউন্ডারি মেরে শেষ জয়ের রান তুলে নেন।