ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বরফের সাদা চাদরে ঢেকেছে(Snowfall Places) মানালি, গুলমার্গের মতো বিভিন্ন পর্যটন কেন্দ্র। ফেব্রুয়ারির মাস জুড়ে উত্তর ভারতের বেশ কিছু শৈলশহর, পর্যটন কেন্দ্রে বরফ পড়তে পারে এবং সেখানে বেড়াতে গেলে আপনি বরফের মধ্যে ছুটিও কাটাতে পারেন। আর কোন জায়গায় বেড়াতে গেলে বরফ ও তুষারপাত দু’টোরই মজা পাওয়া যাবে এই প্রশ্ন মনে উঁকি দিলে আর কিছু না ভেবে ঘুরতে যেতেই পারেন এই জায়গাগুলোতে।
শিমলা ও মানালি (Snowfall Places)
কলকাতা থেকে ১৯৭২ কিলোমিটার দূরে শিমলা মানালি। অত্যধিক ঠান্ডায় বরফ পড়া(Snowfall Places) দেখতে হলে চলে যেতে পারেন হিমাচল প্রদেশের কুলু-মানালি, শিমলা-নারকান্দার মতো জায়গায়। তুষারপাত এক্সপেরিয়েন্স করতে পারেন একটু অন্যভাবে। শিমলা ও মানালির ম্যালে দাঁড়িয়েই বরফ পড়া দেখতে পারেন। সোল্যাং ভ্যালি, রোহতাং পাসও এই সময় বরফে ঢেকে থাকে। ফেব্রুয়ারিতে এই দুই জায়গার মধ্যে একটিকে বেছে নিতে পারেন।
স্পিতি ভ্যালি (Snowfall Places)
কলকাতা থেকে ২২৯৬ কিলোমিটার দূরে স্পিতি ভ্যালি। উইন্টার স্পিতি এক্সপ্লোর করতে হলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে স্পিতি ভ্যালি বেড়াতে যেতে পারেন। কিন্তু তুষারপাতের(Snowfall Places) জেরে রোতাং পাস, কুঞ্জুম পাসের মতো রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তাই শিমলা থেকে কাজ়া হয়ে মানালি, কিংবা স্পিতি ঘুরে কিন্নর-কল্পা যাওয়ার শখ নাও হতে পারেন। কিন্তু এই সময় স্পিতি বেড়াতে গেলে স্নো লেপার্ড দেখার সুযোগ রয়েছে। আর বরফ পাবেন গ্যারান্টি।
আরও পড়ুন:South Korea Tour: ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন, ঘুরে আসুন দক্ষিণ কোরিয়ায়
গুলমার্গ
কলকাতা থেকে ২৪৫৬ কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গ কাশ্মীরের গুলমার্গেও স্কিইর সুবিধা রয়েছে। এমনকি গন্ডোলা রাইড, আইস স্কেটিং, স্নোবোর্ডিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারবেন। শীতকালে বরফ দিয়ে ঢাকা(Snowfall Places) গুলমার্গের তৃণভূমিগুলিতে, বসন্ত ও গ্রীষ্মকালে ডেইজি, ফরগেট-মি-নট এবং বাটারক্যাপের মতো বুনো ফুল জন্মায়। বরফে ঢাকা কাশ্মীরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে ফেব্রুয়ারি মাসে টিকিট বুক করে ফেলুন।
আরও পড়ুন:Mountain Destination: আর দার্জিলিং নয়, ঘুরে আসুন মহালদিরাম
আউলি
কলকাতা থেকে ১৯৪৯ কিলোমিটার দূরে ভ্রমণ স্থান আউলি। শীতকালে উত্তরাখণ্ডের অর্ধেকের বেশি জায়গাই বরফে ঢাকা থাকে। যে কারণে বেশিরভাগ উইন্টার ট্রেকই হয় উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ে। বরফের মধ্যে ছুটি কাটাতে চাইলে আউলি যেতে পারেন। ভারতের সবচেয়ে জনপ্রিয় স্কিই ডেস্টিনেশন হলো আউলি। এখান থেকে মাউন্ট চৌখাম্বা, ত্রিশূল, হাতি, এমনকি নন্দাদেবীও দেখতে পাবেন। আউলি রোপ ওয়ে হল এশয়ার দীর্ঘতম তথা উচ্চতম এবং গোটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম।