ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের পর থেকে থামছিল না গুঞ্জন। এবার সেই সব গুঞ্জনের জবাব দিলেন সোনাক্ষী (Sonakshi Sinha)। কী বললেন তিনি?
বিয়ের পর গুঞ্জনের জবাব দিলেন সোনাক্ষী (Sonakshi Sinha)
সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) সম্প্রতি নিজের বিয়ে ও তাঁকে ঘিরে থাকা বিতর্ক নিয়ে মুখ খুললেন। তিনি ব্যাখ্যা করলেন, কেন এত গুঞ্জন তৈরি হয়েছিল এবং কীভাবে তিনি ও জহির ইকবাল সেই সময়টা সামলেছেন।
সিনহা পরিবারের সমর্থন নিয়ে প্রশ্ন (Sonakshi Sinha)
সোনাক্ষী ও জহিরের বিয়ে জনসাধারণের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল (Sonakshi Sinha)। বিশেষ করে, তাঁর বাবা শত্রুঘ্ন সিনহার কিছু মন্তব্য ও ভাই লভ এবং কুশের বিয়েতে না থাকা নিয়ে জল্পনা বাড়ে। অনেকেই মনে করেন, সিনহা পরিবার হয়তো এই সম্পর্ককে মেনে নেয়নি।
বাবার সমর্থন ও ভাইদের অনুপস্থিতি নিয়ে সোনাক্ষীর বক্তব্য
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, তাঁর বাবা যথেষ্ট সমর্থন করেছিলেন। তবে ভাইদের অনুপস্থিতি নিয়ে তিনি কিছু বলেননি।
ধর্ম নিয়ে কোনো চাপ ছিল না
সোনাক্ষী স্পষ্ট করে বলেন, ধর্ম তাঁদের সম্পর্কে কোনো বাধা হয়ে ওঠেনি। তিনি বলেন, “জহির ও আমি কখনও ধর্ম নিয়ে ভাবিনি। আমরা শুধু একে অপরকে ভালোবাসি এবং একসঙ্গে জীবন কাটাতে চাই।” তিনি আরও বলেন, “জহির আমাকে কখনও ইসলাম গ্রহণ করতে বলেনি, আমি-ও আমার ধর্ম ওর ওপর চাপিয়ে দিইনি। এটা কখনও আলোচনার বিষয়ই ছিল না।”
আরও পড়ুন: Sikandar Teaser: সামনে এল ‘সিকান্দার’-এর টিজার! একঝলকে অ্যাকশনে ভরপুর ছবি
একে অপরের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল
সোনাক্ষী আরও জানান, তাঁরা একে অপরের সংস্কৃতিকে সম্মান করেন। তিনি বলেন, “ওদের বাড়িতে কিছু রীতি রয়েছে, যেগুলো ওরা মেনে চলে, আর আমার বাড়িতে আমার নিজস্ব কিছু রীতি রয়েছে। জহির আমার দীপাবলির পূজায় অংশ নেয়, আর আমি ওর পরিবারের কিছু আচার অনুষ্ঠান পালন করি। এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই।”
বিশেষ বিবাহ আইনকেই সেরা বিকল্প মনে করেছেন তাঁরা
সোনাক্ষী জানান, বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করাই তাঁদের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, “এই আইনের মাধ্যমে আমি একজন হিন্দু নারী হিসেবে আমার ধর্ম বদলানোর প্রয়োজন নেই, আর জহির একজন মুসলিম পুরুষ হিসেবেই থাকতে পারে। বিষয়টা খুবই সহজ। আমাকে কখনও জিজ্ঞাসা করা হয়নি, ‘তুমি কি ধর্ম পরিবর্তন করবে?’ আমরা একে অপরকে ভালোবাসি, তাই বিয়ে করেছি।”
আরও পড়ুন: Nilanjanaa Sharma: নীলাঞ্জনার জীবনে নতুন ঝড়! মহাকুম্ভে গিয়ে কোন দুঃসংবাদ শুনলেন?
সমালোচনার মুখে ইনস্টাগ্রাম কমেন্টস বন্ধ করেছিলেন
সোনাক্ষী জানান, বিয়ের সময় তাঁদের নিয়ে হওয়া নেতিবাচক মন্তব্য থেকে দূরে থাকার জন্য তিনি ও জহির ইনস্টাগ্রামের কমেন্টস বন্ধ করে দিয়েছিলেন। তিনি বলেন, “আমার বিয়ের দিনে এই সব বাজে মন্তব্য দেখতে চাইনি।”
সাত বছরের সম্পর্কে পরিণতি বিয়ে
সোনাক্ষী ও জহির গত বছরের ২৩ জুন বিয়ে করেন। তাঁরা প্রায় সাত বছর ধরে সম্পর্কে ছিলেন, তারপরই বিয়ে করার সিদ্ধান্ত নেন।