ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৮ এপ্রিল টলি কুইন কোয়েল মল্লিকের জন্মদিন। এই দিনই প্রকাশ্যে এল ‘সোনার কেল্লায় যকের ধন’ (Sonar Kellay Jawker Dhan) এর অফিসিয়াল মোশন পোস্টার। এবার যকের ধনের সন্ধানে যাবেন কোয়েল মল্লিক। নতুন ছবি মুক্তি পাবে কবে? অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। ছবির গল্পই বা কেমন হতে চলেছে? কে কোন চরিত্রে রয়েছেন?
প্রথম লুক পোস্টার প্রকাশ (Sonar Kellay Jawker Dhan)
কোয়েল মল্লিকের জন্মদিনে (Koel Mallick Birthday) আনন্দঘন উপলক্ষ্যে সুরিন্দর ফিল্মস সায়ন্তন ঘোষাল পরিচালিত সোনার কেল্লা যকের ধনের (Sonar Kellay Jawker Dhan) প্রথম লুক পোস্টার প্রকাশ করেছে। ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জী এবং সুপ্রভাত দাস। এটি কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী অভিনীত যকের ধনের তৃতীয় সিরিজ। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ৩০ মে।
দর্শকমহলে উত্তেজনা (Sonar Kellay Jawker Dhan)
গল্পের (Sonar Kellay Jawker Dhan) মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে, পূর্ব জন্মের গল্প আর ভবিষ্যতের সেতুবন্ধন। ছবি ঘিরে একাধিক রহস্যের বাতাবরণ। সেই রহস্যের উন্মোচন করবেন কোয়েল। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ২০২৫ সালে এখনও পর্যন্ত কোয়েলের কোনও ছবি আসেনি। ২০২৩ সালে দুর্গা পুজোর সময় মুক্তি পেয়েছিল তাঁর ‘জঙ্গলে মিতিন মাসি’ ছবিটি। স্বাভাবিক ভাবেই কোয়েলের নতুন ছবির জন্য দর্শকমহলে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।
আরও পড়ুন: Abhishek-Sharly: বিয়ের পিঁড়িতে ‘ফুলকি’র নায়ক, খেলেন আইবুড়ো ভাত! পাত্রী কে?
জড়িত বাঙালির আবেগ
ছবিটির শুটিং হয়েছে রাজস্থানের বিখ্যাত সোনার কেল্লায়। এই সোনার কেল্লা বাংলায় না হলেও, এর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। কারণ একটাই, সেটা হল সত্যজিৎ রায়। ছবিটি মনে করাবে সত্যজিৎ রায়ের ১৯৭১ সালের ক্লাসিক সোনার কেল্লার কথা।
কে কোন চরিত্রে?
পরিচালক ছবিটিতে কোয়েল মল্লিককে মনোরোগ বিশেষজ্ঞ ডঃ রুবি চ্যাটার্জীর ভূমিকায় ফিরিয়ে আনতে চলেছেন। যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী গবেষক বিমল এবং কুমারের ভূমিকায় অভিনয় করবেন। এখানে মুকুল একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তার চরিত্রে অভিনয় করবেন সুপ্রভাত দাস। গল্প অনুযায়ী, অতীত জীবনের স্মৃতি ফিরে আসার সাথে সাথে, মুকুলের সাথে প্রধান ত্রয়ী – রুবি, বিমল এবং কুমার – সোনার কেল্লায় পরশপাথর (দার্শনিকের পাথর) খোঁজার জন্য বেরিয়েছেন। সেই পরশপাথর কি তারা খুঁজে পাবেন? উত্তর রয়েছে ছবিটিতে।
আরও পড়ুন: Rupsa Chatterjee: ধারাবাহিক ছেড়ে ভ্লগিংয়ে মন! তবে কি অভিনয় ছাড়ছেন রূপসা?
শতাব্দীর পুরনো গোপন কথা
সম্প্রতি যে মোশন পোস্টারটি প্রকাশ করা হয়েছে, সেখানে লেখা হয়েছে “সোনার কেল্লার প্রতিটি কোণে লুকিয়ে আছে শতাব্দীর পুরনো গোপন কথা।” মোশন পোস্টারে দেখা গিয়েছে, ভীষণ রাফ অ্যান্ড টাফ মেজাজে রয়েছেন পরমব্রত। হাতে একটা বই। পরমব্রতর বাঁদিকে রয়েছেন কোয়েল মল্লিক। আর ডান দিকে রয়েছেন গৌরব চক্রবর্তী। কোয়েল আর গৌরবের হাতে দুটি পুরনো ম্যাপ। দুজনের চোখ যেন কিছু একটা খুঁজছে। গত শনিবারই ছবিটির প্রথম পোস্টার ভাগ করে নিয়েছিলেন ছবির নির্মাতারা। এই গরমের ছুটি রোমাঞ্চে মাতাতে আসছে ‘সোনার কেল্লায় যকের ধন’।