ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জন্মদিনের (Birthday) আগেই বিশেষ উপহার পেয়ে গেলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তাও আবার ভক্তের ভালোবাসা বলে কথা। একেবারেই অভিনব। কিন্তু এত আনন্দের মাঝেও সেই ভক্তকেই ধমক দিলেন অভিনেত্রী! টলিপাড়ার (Tollywood ) জনপ্রিয় মুখ সৌমিতৃষা। তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। আর এখন তিনি ভক্তদের মাঝে পৌঁছে গিয়েছেন, তাঁর নিজের বার্থডে সেলিব্রেট করতে।
অনুরাগীকে শাসন করলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)
আগামী ২৪ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন (Soumitrisha Kundu)। তার আগেই তাঁর দেখা যাচ্ছে ভক্তদের মাঝে। এই প্রজন্মের অভিনেত্রীদের প্রচুর বয়স্ক ফ্যান বা ভক্ত রয়েছে। তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায় (Social media)। হাসপাতাল থেকে ছাড়া পেতেই এক বয়স্কা অনুরাগী চলে এলেন সৌমিতৃষার কাছে। এক বিশেষ উপহার দিলেন অভিনেত্রীকে। কিন্তু সেই উপহার দেখে অভিনেত্রী ক্ষুন্ন হলেন না ঠিকই, কিন্তু কিছুটা শাসন করলেন। বললেন, উপহারের কি দরকার ছিল। শুধু আশীর্বাদ করলেই হবে। অপরদিকে সেই বয়স্কা ভক্ত প্রাণ ভরে আশীর্বাদ করলেন অভিনেত্রীকে। বললেন, “অনেক বড় হও “।
অনুরাগীর পা ছুঁয়ে প্রণাম (Soumitrisha Kundu)
মিঠাই (Mithai ) হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। ধারাবাহিক, কখনও সিরিজ, কখনও বা বড় পর্দায় কাজের খাতিরে অনুরাগীর সংখ্যা এখন প্রচুর। আর তাঁর জন্মদিন উদযাপন হচ্ছে, আর সেখানে কোনও কাছের মানুষ থাকবে না, এমনটা হতে পারে না। জন্মদিনের আগেই পেলেন দারুণ ভালোবাসা। ওই বয়স্কা অনুরাগী হাসপাতাল থেকে ছাড়া পেতেই চলে আসেন অনুষ্ঠানে। তাকে দেখে জড়িয়ে ধরেন সৌমিতৃষা। পা ছুঁয়ে প্রণাম করেন।
আরও পড়ুন: Kim Sae-ron Death: মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন এই অভিনেত্রী, শোকের ছায়া সিনেমাপাড়ায়
সৌমিতৃষার জন্য বহুমূল্য উপহার
অনুরাগীর শরীরের হালহকিকত জানতে চান অভিনেত্রী। তারপর অভিনেত্রী বললেন, “তোমার কথা আমার মনে ছিল। তুমি যে আসবে আমি ভাবতেও পারিনি”। অপরদিকে ওই অনুরাগী সৌমিতৃষার গালে এঁকে দিলেন স্নেহ চুম্বন। কিন্তু অভিনেত্রী যখন জানতে পারলেন, ওই বয়স্কা অনুরাগী অসুস্থ ছিলেন, এমনকি হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। অথচ অভিনেত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন, শুধুমাত্র মনের জোর নিয়ে। শুনে তো একটু অবাকই হন সৌমিতৃষা। শুধু তাই নয়, তিনি খালি হাতে আসেননি। সঙ্গে নিয়েছে নিয়ে এসেছেন একটা বহুমূল্য উপহার। অভিনেত্রীর হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেন। অনুরাগীর এমন উপহার ফিরিয়ে দেয়ার উপায় অভিনেত্রীর ছিল না। তারপর একটু মিষ্টি করে বকাঝকা করে বলেন, “আর কোনও দিন এরকম করে নিয়ে আসবে না কোনও দিন এত দামি জিনিস কিছু আনতে হবে না। শুধু আমায় আশীর্বাদ করলেই হবে”।
আরও পড়ুন: Duggamoni O Baghmama: সন্তান হারিয়ে চোখে জল মানালির! মা দুর্গার আশীর্বাদে দূর হবে কষ্ট
আবেগঘন প্রি-বার্থডে সেলিব্রেশন
আগামী ২৪ ফেব্রুয়ারি ২৪ বছরে পা দেবেন সৌমিতৃষা। আর তার আগেই হয়ে গেল আবেগ ঘন প্রি-বার্থডে সেলিব্রেশন। অভিনেত্রী নিজেও সেই সেলিব্রেশনের একটি কোলাজ ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তাঁকে বলতে শোনা গিয়েছে, ” এত মেইল মেসেজ পেয়েছি তাই ভাবলাম এই প্ল্যান মিট করি”। তিনি যে আজও সবার কাছে ‘মিঠাই রানী’ হয়ে আছেন, সেটা আবারও বুঝিয়ে দিল এই ভিডিও।