ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ধন্যি মেয়ে’ র সেটে শুরু হয়েছিল সৌপ্তিক ও রনিতার (Souptik-Ranita) সম্পর্ক। বহুবার তাঁদের বিয়ের কথাও শোনা যায়। জল্পনা উঠেছিল, তাঁদের দীর্ঘ ১২ বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। কিন্তু সেই বিচ্ছেদের খবর কি শুধুই জল্পনা? কারণ সৌপ্তিক চক্রবর্তী (Souptik Chakraborty) ও রনিতা দাসকে (Ranita Das) আবার একসাথে দেখা গেল, তাও আবার নদী বক্ষে। কোথায় দেখতে পাওয়া গেল দুজনকে? কী বললেন দুজনে?
দেখা মিলল গঙ্গাবক্ষে (Souptik-Ranita)
রনিতা ও সৌপ্তিকের (Souptik-Ranita) দেখা মিলল গঙ্গাবক্ষে নৌকার ওপর। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, রনিতা কখনও গঙ্গাবক্ষে নৌকায় বসে প্রেম করেননি। তবে সৌপ্তিক করেছেন। রনিতার সাথে নয়, অন্য কোনও প্রেমিকার সাথে গঙ্গাবক্ষে সময় কাটিয়েছিলেন সৌপ্তিক। অর্থাৎ রনিতাকে নিয়ে কখনও গঙ্গাবক্ষে আসেননি সৌপ্তিক! তবে রনিতা সৌপ্তিক আসলে প্রেম করছেন কিনা বা তাঁদের মধ্যে সম্পর্ক আছে কিনা তা নিয়ে অবশ্য মুখ খোলেননি দু’জনেই। দু’জনের মধ্যে এখন প্রেমের সম্পর্ক আছে কিনা তা বলা মুশকিল। তবে দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তো অবশ্যই রয়েছে। এর আগে ট্রাইব টিভির সাক্ষাৎকারে, দু’জনে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন এবং খোশ মেজাজে আড্ডা দিয়েছিলেন। বিচ্ছেদের পরও যে তাঁদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তা বলাই বাহুল্য।
দেবী ছবিতে কাজ (Souptik-Ranita)
বিচ্ছেদ তিক্ততা এখন অতীত (Souptik-Ranita)। সৌপ্তিক চক্রবর্তীর (Souptik Chakraborty) পরিচালনায় ‘দেবী’ ছবিতে কাজ করেছেন অভিনেত্রী রনিতা দাস (Ranita Das)। ছবিতে দেবীর চরিত্রে রয়েছেন তিনি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু (Anjana Basu), সোমরাজ মাইতি (Somraj Maity) ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)।
আরও পড়ুন: Nirmal Kumar: পায়ে সংক্রমণ, হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা! এখন কেমন আছেন?
ছোট পর্দায় সঞ্চালনা
ছোট পর্দার হাত ধরে অভিনেত্রী রনিতা দাসের (Ranita Das) অভিনয়ের পথ চলা শুরু হয়েছিল। ইষ্টি কুটুম, ধন্যি মেয়ের মতো ধারাবাহিকে অভিনয়ের করেছিলেন তিনি। তবে সাফল্যর পরেও আচমকা তিনি ধারাবাহিক (Serial) থেকে সরে যান। যদিও সিনেমা ও সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। অভিনেত্রী আবারও ছোট পর্দায় ফিরেছেন বাহা চরিত্রে। আসলে স্টার জলসার পর্দায় একটি কুইজ শো যেখানে সঞ্চালনায় দেখা যাছে অভিনেত্রীকে । অনুষ্ঠানের নাম ‘হচ্ছেটা কী’ যেখানে মূলত তারকাদের হাঁড়ির খবর তুলে ধরা হয়। দেবী ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে তাঁকে। প্রকাশ্যে এসেছে পোস্টার।
আরও পড়ুন: Rashmika Mandanna: রশ্মিকার জীবন জুড়ে রয়েছে বিজয়, প্রকাশ্যে আসল সত্যি!
দর্শকের মন জয়
অভিনেত্রী রনিতা দাস আগাগোড়াই ছোট পর্দার নায়িকা হিসেবে দর্শকের মন জয় করে রয়েছেন। আর অভিনেত্রীর যে কোনও চরিত্রে অভিনয় দর্শকের কাছে খুবই প্রিয় তা বলাই বাহুল্য। তবে বিশেষ করে বাহা চরিত্রের কথা দর্শক আজও ভোলেনি।