Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : নিরাপত্তা চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর অভিযোগ, তাঁকে সামাজিক বয়কট করা হয়েছে(Calcutta High Court)। বেহালার সোদপুরে তাঁর বাড়ির চারপাশে পোস্টার, ব্যানারে ছেয়ে দেওয়া হয়েছে। সামাজিক বয়কটের নামে তাঁকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে।
হরিদেবপুর থানায় ইমেইল মারফত অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি এবং পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ শ্রীলেখা মিত্রর। তাই নিরাপত্তার অভাব বোধ করছেন। সেই কারণেই অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ (Calcutta High Court)
আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ আন্দোলনে পথে নেমেছেন তিনি(Calcutta High Court)। রাত দখল থেকে শুরু করে বিচারের দাবিতে প্রায় সমস্ত আন্দোলনেই সামনের সারিতে দেখা গিয়েছে তাঁকে। পুলিশ-প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার, রাজ্যের শাসক দল সহ কেন্দ্রের বিজেপি সরকার এবং সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমাজ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে চাঁচাছোলা আক্রমণ করেছেন। অভিযোগ, তারপর থেকেই তাঁকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। তাঁকে সামাজিক বয়কটের ডাক দিয়ে সমাজ মাধ্যমে কুৎসিত আক্রমণ করা হচ্ছে। বাড়ির সামনে পোস্টার, ব্যানারে ভরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় তাই হাইকোর্টের দ্বারস্থ হলেন নিরাপত্তাহীনতায় ভোগা অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন। তাঁর অভিযোগ, তাঁকে সামাজিক বয়কট করা হয়েছে এবং পরিকল্পিত ভাবে হেনস্থা করা হচ্ছে। বেহালার সোদপুরে তাঁর বাড়ির চারপাশে পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছে, যার মাধ্যমে তাঁকে একঘরে করার চেষ্টা চলছে।

আরও পড়ুন : India Russia Oil Trade : ট্রাম্পের শুল্ক কোপের মাঝে রাশিয়া থেকে তেল কিনে কত লাভ ভারতের?
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ (Calcutta High Court)
শ্রীলেখা জানিয়েছেন, হরিদেবপুর থানায় ই-মেল মারফত অভিযোগ জানানোর পরও পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি(Calcutta High Court)। বারবার হেনস্থার শিকার হলেও প্রশাসনের নীরবতায় তিনি আরও আতঙ্কিত বোধ করছেন। তাই শেষ পর্যন্ত নিরাপত্তার খোঁজে হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তিনি। আদালত ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যুক্তি (Calcutta High Court)
উল্লেখযোগ্য, সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছিলেন শ্রীলেখা(Calcutta High Court)। ‘রাত দখল’ আন্দোলন থেকে শুরু করে বিচারের দাবিতে অনুষ্ঠিত প্রায় সব বিক্ষোভেই তাঁকে সামনের সারিতে দেখা গিয়েছে। শুধুমাত্র পুলিশ-প্রশাসন নয়, রাজ্য সরকার, শাসক দল, এমনকি কেন্দ্রের বিজেপি সরকার এবং সিবিআই-এর ভূমিকা নিয়েও প্রকাশ্যে সরব হয়েছেন তিনি।

আরও পড়ুন : GST Council Meeting : জিএসটি কাউন্সিলের বৈঠকে কর কাঠামোয় বড়সড় রদবদল!
প্রতিবাদ করার পরেই হেনস্থার অভিযোগ (Calcutta High Court)
শ্রীলেখার দাবি, তাঁর এই প্রতিবাদী ভূমিকার পর থেকেই তাঁকে নানা ভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে কুৎসিত আক্রমণ চালানো হচ্ছে। পাশাপাশি, বাড়ির সামনে ইচ্ছে করেই পোস্টার ও ব্যানার লাগিয়ে তাঁর মানসিক শান্তি নষ্ট করা হচ্ছে। সমাজে একঘরে করার ডাক দিয়ে তাঁকে সামাজিক বয়কটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
আদালতেই আশার আলো (Calcutta High Court)
শ্রীলেখা মিত্র স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই পুলিশের উপর আর ভরসা রাখতে পারছেন না। হাইকোর্টের শরণাপন্ন হয়ে তিনি আশা করছেন, এবার অন্তত আদালতের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।