Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে অবস্থিত শ্রীদেবীর (Sridevi) প্রিয় ফার্ম হাউস নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি শ্রীদেবীর স্বামী বনি কাপুর ( Boney Kapoor) মাদ্রাজ উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ করা হচ্ছে ফার্ম হাউসটি তিনজন অবৈধভাবে নিজেদের বলে দাবি করছেন। যেটি ভুল বলে মনে করছেন বনি কাপুর।

বৈধভাবে কেনা সম্পত্তি
বলিউড প্রযোজক বনি কাপুরের (Boney Kapoor) অভিযোগ (Sridevi), সম্পত্তিটি শ্রীদেবী ১৯৮৮ সালে ফার্ম হাউসটি কিনেছিলেন। কিন্তু বর্তমানে তিনজন ব্যক্তি সম্পত্তিটিকে নিজেদের বলে দাবি করছেন। আর এই দাবি বনি কাপুর (Boney Kapoor) মেনে নিতে পারছেন না। কোর্ট এর কাছে তিনি দাবি করেছেন, এই তিন জনের হাতে একটি লিগ্যাল হেয়ারশিপ সার্টিফিকেট আছে, যা তাঁরা তাম্বারাম তহসিলদার অফিস থেকে পেয়েছেন। কিন্তু এই সার্টিফিকেটটি জাল বলে মনে হয়েছে বনি কাপুরের।

বৈধ নয়
বনি কাপুর (Boney Kapoor) আরও যুক্তি দেখিয়েছেন , ওই সার্টিফিকেটের ভিত্তিতে করা দাবি সম্পূর্ণ বেআইনি। কারণ বনি কাপুরের মতে, মহিলাটি মিথ্যা দাবি করছেন যে, মহিলাটি মূল মালিকপক্ষের দ্বিতীয় স্ত্রী এবং বাকিরা তাঁরই দুই ছেলে। কিন্তু মালিকের প্রথম স্ত্রী তখনও বেঁচে ছিলেন । প্রথম স্ত্রী মৃত্যুবরণ করেন ১৯৯৯ সালে। তাই ১৯৭৫ এ এই দ্বিতীয় বিবাহ , আইনগত ভাবে বৈধ নয়।

আগেই ভাগ হয়ে গিয়েছিল
অভিনেত্রী শ্রীদেবীর কেনার আগে এমসি সামবান্দা মুদালিয়ার নামে নিবন্ধিত ছিল জমিটি । ব্যক্তিটির তিন পুত্র । জানা গিয়েছে অভিনেত্রী কেনার আগে অনেক আগেই জমিটি পারিবারিক ভাবে ভাগ হয়ে গিয়েছিল। সেই চুক্তির ভিত্তিতে অভিনেত্রী জমিটি কিনেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে, এই মুহূর্তে ওই ব্যক্তিটির পুত্র বলে দাবি করছেন অভিযুক্তরা।

আদালতের পর্যবেক্ষণে
জানা গিয়েছে, এ বিষয়ে বিচারক এন আনন্দ ভেঙ্কটেশ চার সপ্তাহের মধ্যে তহসিলদারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন, সার্টিফিকেটটি বাতিল করা যায় কিনা । তাই মামলাটি এখন আদালতের পর্যবেক্ষণে।
আরও পড়ুন: Health tips: বিড়াল শুধু আদরের নয়, স্বাস্থ্য রক্ষারও সঙ্গী
নাটকীয় প্রেম কাহিনী
প্রসঙ্গত, বলি দুনিয়ায় দুই বিশিষ্ট ব্যক্তি, প্রথম লেডি সুপারস্টার শ্রীদেবী (Sridevi) ও প্রযোজ্য বনি কাপুর (Boney Kapoor)। দুজনের প্রেম কাহিনী ছিল নাটকীয়। ‘Mr India ‘ ছবির সেটে প্রথম দুজনের আলাপ পরিচয় হয়। ১৯৯৬ সালে শ্রীদেবীকে বিবাহ করেন বনি কাপুর। এই দম্পতির দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুর । দুই কন্যাই এখন বলিউডের অভিনেত্রী। শ্রীদেবীর অকাল মৃত্যুতে গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। অনুরাগীরা ভেঙে পড়েছিলেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে হারিয়ে।