ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার রাতে হঠাৎ শরীর খারাপ, তারপর (Srijit Mukherji Health Update) শনিবার সকালে শোনা যায় হাসপাতালে ভর্তি হয়েছেন সৃজিত মুখার্জি (Srijit Mukherji)। তারপর থেকেই উদ্বিগ্ন গোটা টলি ইন্ডাস্ট্রি। কাছের বন্ধু মহল থেকে শুরু করে তারকারা সবাই পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। এখন কেমন আছেন তিনি ? কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন? ঠিক কী হয়েছিল পরিচালকের? হার্টের সমস্যা নাকি অন্য কিছু? কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ?
পরিচালকের কাঁধে একাধিক কাজ (Srijit Mukherji Health Update)
শনিবার সকালে জানা যায়, ফোর্টিস হাসপাতালে ভর্তি রয়েছেন টলিপাড়ার বিখ্যাত পরিচালক (Srijit Mukherji Health Update) সৃজিত মুখার্জি। তাঁর কাঁধে এখন একাধিক দায়িত্ব। হাতে রয়েছে সিরিজ থেকে শুরু করে বহু সিনেমার কাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ‘কিলবিল সোসাইটি’। এছাড়াও খুব শীঘ্রই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজও শুরু হতে চলেছে। ঘনিষ্ঠ বন্ধু মহলের তরফ থেকে জানা যায়, কাজ নিয়ে ভীষণ চাপ ছিল পরিচালকের। এছাড়াও খাদ্য রসিক তিনি। কন্ট্রোল ডায়েট ফলো করতেন না। শুক্রবার রাতে এসিতে থাকা সত্ত্বেও হঠাৎ করে অস্বাভাবিক ভাবে ঘামতে শুরু করেন। শরীরে অস্বস্তি দেখা দেয়। তাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে হয় একাধিক পরীক্ষা।

স্বাভাবিক পরীক্ষার ফলাফল (Srijit Mukherji Health Update)
পরিচালক সৃজিত মুখার্জি আনন্দপুরের ফর্টিস হাসপাতালে কার্ডিওলজি স্পেশালিস্ট ডক্টর সুভানন রায়ের তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতালে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, “অতিরিক্ত ঘাম এবং বুকে ব্যথার সাথে অস্বস্তি বোধ করার পর আজ (শনিবার) ভোর ৩:০০ টায় মিঃ সৃজিত মুখার্জিকে ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক ভাবে তিনি সন্দেহ করেছিলেন যে এটি হৃদরোগের কারণে হয়েছে। ভর্তির পর, আমাদের মেডিকেল টিম হৃদরোগের একটি বিস্তৃত মূল্যায়ন পরিচালনা করে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, সমস্ত পরীক্ষার ফলাফল স্বাভাবিক এবং হৃদরোগ সম্পর্কিত কোনও অবস্থার প্রমাণ পাওয়া যায়নি।”
ঠিক কী হয়েছিল পরিচালকের?
হাসপাতালের তরফ থেকে আরও জানানো হয়, “মূল্যায়নে জানা গেছে যে, বুকের অস্বস্তির কারণ ছিল গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD), এটি একটি নন-হৃদরোগ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ যা হৃদরোগের লক্ষণগুলির অনুরূপ হতে পারে। মিঃ মুখার্জি বর্তমানে চিকিৎসা তত্ত্বাবধানে ভালোভাবে বিশ্রাম নিচ্ছেন এবং আগামীকাল তাঁকে ছেড়ে দেওয়া হবে।”
আরও পড়ুন: Mid Day Meal Investigation: এক থালায় দুই বন্ধুর মিড-ডে মিল খাওয়ায় তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের
স্বস্তিতে সৃজিতের আপনজনেরা
আপাতত শনিবার পরিচালককে হাসপাতালেই থাকতে হচ্ছে। তারপর রবিবার ছুটির দিন তিনি বাড়ি ফিরবেন। এই খবরে আপাতত স্বস্তিতে সৃজিতের কাছের মানুষরা।