ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পরিচালক সৃজিতের (Srijit Mukherji) ঘরে ঘুরে বেড়ায় সাপ (Snake), সেটা কী আগে জানতেন? এবার ছবি সামনে আসতেই অনেকেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন। আবার অনেকেই বেশ রসিকতা করছেন। এবারে হঠাৎ করেই একটা ছবি সামনে এল। দেখা গেল সেখানে সৃজিতের বাড়ির আড্ডায় মধ্যমণি হয়ে রয়েছে সাপ। সাপ প্রেমী হিসাবে সৃজিতকে কিন্তু অনেকেই চেনেন না। তিনি পরিচালক হিসাবে অবশ্যই পরিচিত পেয়েছেন। যথেষ্ট নাম কুড়িয়েছেন ঠিকই। কিন্তু তিনি যে সাপ প্রেমী অর্থাৎ বাড়িতে যে সাপ পুষেছেন, সেটা কী জানেন? এমন কী তারা তাঁর বিষকন্যা বলে পরিচিত।
রবিবারের আড্ডা (Srijit Mukherji)
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) বাড়িতে রবিবাসরীয় মিউজিক্যাল আড্ডার আসর জমে উঠেছিল। সেই ছবি পরিচালক শেয়ার করেছেন সকলের সঙ্গে। সেখানে দেখা গেছে, অনিন্দ্য চট্টোপাধ্যায়, জয় সরকার, অনুপম রায়, প্রস্মিতা পাল ও সস্ত্রীক শ্রীজাতকে। এত দূর সবই ঠিক ছিল। কিন্তু প্রশ্ন হল, অন্য জায়গায়! এই ছবির ক্যাপশন। যেটা সবার কাছে এক বিস্ময়কর বা ভয়ের বিষয়ও বলা যেতে পারে। ক্যাপশনে শ্রীজাত লেখেন “সাপে বর ও শাপমোচন…. সাপসূত্র সৃজিত মুখোপাধ্যায়।” অর্থাৎ সাপ নিয়ে সেলফি তোলা।
আরও পড়ুন: Uday Pratap Singh: বউ ভাগ্যেই পার্শ্ব চরিত্র থেকে মুখ্য ভূমিকায়! পরিণীতা-র উদয় কী ভাবছেন?
জমাটি আড্ডা (Srijit Mukherji)
পরিচালকের বাড়ির আড্ডার আসর যে বেশ জমজমাট হয়ে উঠেছিল, তা বলার অপেক্ষা রাখে না। গান,গল্প সঙ্গে দেখতে পাওয়া গেল এই ‘সাপ’ গুলোকে। আসলে তাঁর বাড়িতেই পোষ্য হিসেবে থাকেন এনারা।
অনেকদিনের শখ
শোনা যায় সৃজিতের (Srijit Mukherji) দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষা। সেই ইচ্ছা পূরণ করতেই তিনি সাপ পোষেন বাড়িতে। তবে হ্যাঁ। বনদফতর থেকে অনুমতি ও নথিসমেত আমাজন থেকে আনা হয়েছে পাইথনকে। একটা নয় এমন অনেকগুলো সাপ তার বাড়িতে পোষ্য হিসেবে আছে। এদের নামও রাখা হয়েছে। এদের মধ্যে উলুপি একেবারে সুপারহিট! পরিচালক জানিয়েছেন, পাইথন পোষার জন্য বনদফতরের কাছ থেকে যা যা অনুমোদন প্রয়োজন সবটাই তাঁর কাছে আছে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
মোট কত সাপ?
বর্তমানে তাঁর বাড়িতে পাঁচটি বল পাইথন রয়েছে। তিনি তাদের বেশ যত্ন করে নামও দিয়েছেন। শুধু তাই নয়। তাদেরকে নিজের কন্যার মতোই দেখেন। তিনি মাঝে মাঝে তাদের সঙ্গে একান্তে সময় কাটান। আবার মাঝে মাঝে ঘুরতে গেলে সাপও কিনে আনেন। এই সাপের ভয়েই অনেক তারকারা তাঁর বাড়িতে যেতে ভয় পান।
আরও পড়ুন: Shakib-Idhika: ফের পর্দা কাঁপাবে শাকিব-ইধিকা ম্যাজিক, প্রিয়তমা-র পর নতুন সুখবর
অবাক কান্ড
ভাবলেও অবাক লাগছে তাই তো? সচরাচর পোষ্য হিসেবে বিড়াল, কুকুর আমরা দেখে থাকি। কিন্তু এখানে যে ‘সাপ ‘। পরিচালকের বাড়িতে এই দিনে আড্ডায় অনেকেই আমন্ত্রিত ছিলেন। তবে জয় সরকারকে (Joy Sarkar) দেখা গেলেও লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) আসেনি। তাই শ্রীজাত ছবি দিতেই গায়িকা মজার ছলে মন্তব্য করেন, “ভাগ্যিস যাইনি।” আবার অনেকে বাকি বিষকন্যাদের কথা জানতে চেয়েছেন। পরিচালকের অন্দরমহলে আড্ডার এই ছবিতে উচ্ছ্বসিত অনুরাগীরা। পোষ্য সাপেদের কথা জানতে কৌতূহলের শেষ নেই তাঁদের।