ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পর্ষদ সভাপতি প্রায় (SSC 2016 Panel Cancel) আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক সারলেন ২৬ হাজার চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের সঙ্গে। চাকরিহারা ১৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম রায়ে চাকরি হারানোর পর এই বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন চাকরিহারারা। বৈঠকে চাকরিহারাদের অন্যতম দাবি ছিল ‘যোগ্য-অযোগ্য’-দের তালিকা প্রকাশ। বৈঠক শেষে প্রথমে চাকরিহারাদের পক্ষ থেকে জানানো হয়, আইনি পরামর্শ নিয়ে এই তালিকা প্রকাশ করতে পারে এসএসসি।
১৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক (SSC 2016 Panel Cancel)
আদালত একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রমাণিত ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করে তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বৈঠকে উঠে এল ‘যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ’ প্রসঙ্গও (SSC 2016 Panel Cancel)। শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ১৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি-র চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিলই তালিকাটি প্রকাশ করা হবে বলে জানান তাঁরা।
‘ওয়েবসাইটে প্রকাশ কোনও আপত্তি নেই’ (SSC 2016 Panel Cancel)
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘ওঁরা যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি করেছিলেন (SSC 2016 Panel Cancel)। সিবিআই-এর দেওয়া তথ্য মোতাবেক তা রয়েছে এসএসসির কাছে। তা ওয়েবসাইটে প্রকাশ করতে কোনও আপত্তি নেই। আইনি পরামর্শ নেওয়া হবে। আইনি সমস্যা না থাকলে তা প্রকাশ করতে কোনও অসুবিধা নেই।’ বেতন চালু থাকবে কি না, সেই বিষয়ে ব্রাত্য বসু কোনও মন্তব্য না করলেও চাকরিহারারা বৈঠকের পর বলেন, ‘আপাতত বেতন চালু থাকবে কি না, তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে ওঁরা জানিয়েছেন। আমরা দেখেছি বেতনের পোর্টাল খুলে দিয়েছে। আশা করি বেতন পাব।’
আরও পড়ুন: SSC Recruitment Case: বিকাশ ভবনে চাকরিহারাদের বৈঠক, ১২ জনকেই দেওয়া হল ঢুকতে
মিরর ইমেজ প্রকাশের দাবি
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এসএসসির তরফে জানানো হয়েছে, যোগ্য-অযোগ্যের তালিকা তৈরির কাজ শুরু করেছে। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। তারপর আইনি পরামর্শক্রমে সোমবার, ২১ এপ্রিল তা প্রকাশ করা হতে পারে। এতে অনেকটা আশ্বস্ত কর্মহীনরা। চাকরিহারাদের দাবির মধ্যে ছিল মিরর ইমেজ প্রকাশ করার। জানিয়ে দেওয়া হয়েছে, মিরর ইমেজ নেই। থাকলে সিবিআই নিশ্চয় খুঁজে পেত। যেটা আছে, সেটা সিবিআই-এর জমা দেওয়া। সেটাও আইনি পরামর্শ নিয়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
‘প্রকাশ করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে’
ব্রাত্য বসু জানান, ”শিক্ষকদের মৌলিক দাবির সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। আইনি প্রক্রিয়া যদি ইতিবাচক হয় তবে এসএসসি যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে। ২১ এপ্রিলের মধ্যে তা হতে পারে। ২২ লক্ষ মিরর ইমেজ প্রকাশের দাবি করা হয়েছে। সিবিআইয়ের কাছে সেগুলি আছে। প্রকাশ করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে। তাই আইনি সহযোগিতা ছাড়া কিছু করা যাবে না।”