ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসএসসি (SSC Recruitment Case) ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীরা। সোমবার বেলা ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ীতে হয়েছিল চাকরিহারাদের জমায়েত। তাঁরাই জানালেন, যত ক্ষণ তালিকা প্রকাশ্যে না-আনা হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই অবস্থানে বসে থাকবেন তাঁরা। যোগ্য-অযোগ্যদের তালিকা সোমবার প্রকাশ করার কথা স্কুল সার্ভিস কমিশনের। সন্ধ্যার দিকে ওই তালিকা প্রকাশ করা হতে পারে বলে খবর। সেই তালিকার বয়ান কী হবে, বা তালিকায় তাঁরা সন্তুষ্ট কি না, সে সব দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এখন অপেক্ষা তালিকা প্রকাশের।
এসএসসি দফতর পর্যন্ত মিছিলের ডাক (SSC Recruitment Case)
এসএসসির ২০১৬ সালের নিয়োগ প্যানেল অনুসারে ‘দাগি’ নন এমন শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে শিক্ষাকর্মীদের জন্য পূর্বের রায়ই বহাল রয়েছে। সোমবার ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা প্রকাশ করার কথা রয়েছে এসএসসির (SSC Recruitment Case)। তবে শেষ পর্যন্ত ওই তালিকা প্রকাশিত হবে কি না, তা নিয়েও চলছে জল্পনা। এই পরিস্থিতিতে সোমবার এসএসসি দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা।
করুণাময়ী থেকে মিছিল শুরু হয় (SSC Recruitment Case)
বেলা ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ী থেকে মিছিল শুরু হয়। সল্টলেকে পৌঁছোন সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ এবং গ্রুপ-সি গ্রুপ-ডি শিক্ষাকর্মী মঞ্চের প্রতিনিধিরা (SSC Recruitment Case)। দুপুর দেড়টা নাগাদ সেই মিছিল এসএসসি দফতরের সামনে পৌঁছেছে। কমিশন তালিকা প্রকাশ না-করা পর্যন্ত এসএসসি দফতরের সামনেই অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।
‘একটি মাত্র দাবিতে অবস্থান হচ্ছে না’
চাকরিহারাদের সংগঠন ‘যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের’ আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, “একটি মাত্র দাবিতে অবস্থান হচ্ছে না। ফলে তালিকা প্রকাশ্যে এলেই যে আন্দোলন উঠে যাবে, তা নয়। তালিকার বয়ান, তাতে কী রয়েছে, তাতে আমরা সন্তুষ্ট কি না, সে সব দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে রাস্তা বন্ধ করে একটানা অবস্থানও চলতে পারে।” চাকরিহারাদের মঞ্চের আর এক প্রতিনিধি মহম্মদ আবদুল্লা আল মঞ্জুম বলেন, ‘‘শুধু তালিকা প্রকাশই নয়, বরং সেই তালিকার বয়ান কী রয়েছে, তাতে এসএসসি নিজেদের দোষ স্বীকার করছে কি না, সে সব দেখে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।’’