ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইনি পরামর্শ না-পাওয়ার কারণেই তালিকা (SSC Teachers Protest) প্রকাশ করা হয়নি জানিয়েছে ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, অযোগ্য তালিকার বাইরে ১৭,২০৬ জন রয়েছেন। তিনি বলেন, “আমাদের কাছে ভাগ রয়েছে। সেই অনুসারে আমরা কাজ করছি। এমন কোনও কাজ করবেন না, বা এমন কিছু করতে বাধ্য করবেন না, যাতে রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়।”
‘মনে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন’ (SSC Teachers Protest)
ব্রাত্য বসুর সাংবাদিক বৈঠকে তালিকা প্রকাশ না হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে গিয়েছে। ব্রাত্যের বার্তার পরে এক চাকরিহারা বলেন, “১৩ তারিখ বৈঠকে তিনি বলেছিলেন তালিকা দেবেন। এখন মনে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন (SSC Teachers Protest)। তাঁর কথায় আশা নিয়ে ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ভরসা তাঁদের উপর রাখা যায়, যাঁদের উপর ভরসা করে কারও সুফল পাওয়ার নিদর্শন রয়েছে। এখন হয় (তালিকা প্রকাশ) করতে হবে, না হয় আন্দোলন জারি থাকবে।”
‘অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে’ (SSC Teachers Protest)
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে জানান, ১৭২০৬ জন যোগ্য (SSC Teachers Protest)। কিন্তু পাশ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তখন কিছু বলার চেষ্টা করেন। এরই মধ্যে আচার্য সদনে ‘ঘেরাও’ হয়ে থাকা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আমাদের আধিকারিকেরা ১৭,২০৬ জনের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে। প্রস্তুত হলে সেটি স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”
আরও পড়ুন: SSC Teachers Protest: ‘আইনি পরামর্শ না-পাওয়ার কারণেই তালিকা প্রকাশ হয়নি’, ব্রাত্য বসু
‘১৭,২০৬ জনের উল্লেখ রয়েছে’
তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবেন, কারা স্কুলে যাবেন তা নির্ধারণ হবে কী ভাবে? প্রশ্নের জবাবে ব্রাত্য বলেন, “আপনারা বলছেন আমরা যোগ্য-অযোগ্য নির্ধারণ করতে পারিনি। কিন্তু আপনারা যদি ১৭ তারিখের কেসটি দেখেন, যেখানে আমরা ক্ল্যারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে ১৭,২০৬ জন— তাঁরা যোগ্য। এটি মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে।” তখন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পাশ থেকে বলেন, “যোগ্য নয়। মোট শিক্ষক যাঁদের চাকরি যাচ্ছে, তার মধ্যে পুরো ভাগটি দেওয়া আছে। সেখানে ১৭,২০৬ জনের উল্লেখ রয়েছে।”
খাবারের ব্যবস্থা করেছেন জুনিয়র ডাক্তারেরা
এদিকে আন্দোলরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করেছেন জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবার দুপুরে মেডিক্যাল কলেজ থেকে তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সেই খাবারের জন্য লম্বা লাইনও পড়েছে। আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ নিজেরাও মুড়ি এবং শুকনো খাবার এনে খাচ্ছেন।