ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ‘যোগ্য-অযোগ্য’ তালিকা (SSC Teachers Protest) প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কিন্তু তা হল না। সোমবার গভীর রাতে একটি বিবৃতি দিল কমিশন। সেখানে বলা হয়, “২০১৬ সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে। এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে, যে শিক্ষকেরা চাকরি করেছেন, তাঁদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে।” তবে ‘যোগ্য-অযোগ্য’ তালিকার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি ওই বিবৃতিতে।
এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান (SSC Teachers Protest)
এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা (SSC Teachers Protest)। এসএসসি ভবন ‘ঘেরাও’ করে রেখেছেন তাঁরা। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ অন্য আধিকারিকেরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের দাবিদাওয়া পূরণ না-করলে কমিশনের চেয়ারম্যানকে দফতর থেকে বেরোতে দেবেন না তাঁরা। সোমবার গভীর রাতে আন্দোলনকারীরা জানান, যোগ্য-অযোগ্যের তালিকা না পেলে তাঁদের আন্দোলন চলবে।
‘মাইনে পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই’ (SSC Teachers Protest)
সোমবার বেশি রাতের দিকে কমিশন বিবৃতি দেওয়ার পরে মুখ খোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সংবাদমাধ্যমকে তিনি জানান, “যাঁরা বঞ্চিত শিক্ষক, সুপ্রিম কোর্টের নির্দেশমতো তাঁদের মাইনে পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। তাই এই আন্দোলনেরও কোনও মানে নেই। আর যাঁরা ওখানে আছেন (এসএসসি দফতরের সামনে বিক্ষোভকারী চাকরিহারারা), তাঁদের অনেকেই হয়তো অযোগ্য। তাঁদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনও গাইডলাইন না দিলে তো আমরা কিছু বলতে পারি না। আমরা দ্রুত রিভিউ পিটিশনের জন্য যাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন। আমরা যে ভাবে এগোচ্ছি, তাঁদের আস্থা রাখা উচিত। এ বার আস্থা রাখবেন কি রাখবেন না, সেটা তাঁদের ব্যাপার।’’
আরও পড়ুন: Jobless Teachers Protest: মেলেনি ‘যোগ্য-অযোগ্য’ তালিকা! চাকরি খুইয়ে পথে রাত কাটল শিক্ষক সমাজের
তালিকা প্রকাশের দাবির কোনও বিরোধ নেই
সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে ‘যোগ্য-অযোগ্যের’ তালিকা প্রকাশের দাবির কোনও বিরোধও নেই, কোনও সম্পর্কও নেই। এমনটাই দাবি কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সংবাদমাধ্যম ‘এবিপি আনন্দ’কে তিনি বলেন, “এটি স্বচ্ছতার দাবি। মানুষ যে কোনও সময় এই দাবি তুলতে পারে। এসএসসির অনেকদিন আগেই যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করা উচিত ছিল। সেটি করেনি বলে এখন শিক্ষকেরা এগিয়ে এসে সেটি করতে বলছেন। এর সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের সম্পর্ক কী! সুপ্রিম কোর্ট কি কোনও জায়গায় বলেছে, যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করা যাবে না?