ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভুটান এবং বাংলাদেশ ছাড়া ভারতের আর কোনও প্রতিবেশীর কাছে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা নেই (Starlink Internet Price)।
লাইসেন্স পেল স্টারলিংক (Starlink Internet Price)
এলন মাস্কের স্যাটেলাইট যোগাযোগ সংস্থা স্টারলিংক ভারতের টেলিকম দফতর (DoT) থেকে লাইসেন্স পেয়ে গেছে (Starlink Internet Price)। এই সিদ্ধান্তের ফলে ভারত জুড়ে বাণিজ্যিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার পথে আরও একধাপ এগোল সংস্থাটি। ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশনের পর স্টারলিংক তৃতীয় সংস্থা যাকে ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার লাইসেন্স দেওয়া হল। অ্যামাজনের কুইপার এখনও লাইসেন্সের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আগামী এক বছরে চালু হবে পরিষেবা (Starlink Internet Price)
টেলিকম দফতরের সূত্র অনুযায়ী, এলন মাস্কের মালিকানাধীন এই সংস্থা আগামী ১২ মাসের মধ্যেই ভারতে তাদের পরিষেবা শুরু করতে চলেছে (Starlink Internet Price)। প্রথম ধাপে তারা ৬০০ থেকে ৭০০ জিবিপিএস (গিগাবাইট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইথ প্রদান করবে। যদিও এখনো পরিষেবার দাম ঘোষণা করা হয়নি, স্টারলিংক ইন্ডিয়ার প্রাক্তন কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় ভার্গব ২০২২ সালে বলেছিলেন, প্রথম বছরে প্রতি সংযোগে খরচ পড়তে পারে প্রায় ১.৫৮ লাখ টাকা। দ্বিতীয় বছর থেকে এই খরচ কমে হবে ১.১৫ লাখ টাকা।
বর্তমানে ১০০-র বেশি দেশে পরিষেবা দিচ্ছে স্টারলিংক
বর্তমানে স্টারলিংক বিশ্বের ১০০টিরও বেশি দেশে তাদের পরিষেবা দিচ্ছে। তারা দুটি প্রধান প্ল্যান চালু রেখেছে। এগুলি হল Residential Lite (কম ব্যবহারের জন্য ছোট পরিবার) ও Residential (বড় পরিবার বা বেশি ব্যবহারের জন্য)।
এশিয়ার বিভিন্ন দেশে স্টারলিংকের দাম কেমন?
এশিয়ায় স্টারলিংক বর্তমানে রয়েছে মঙ্গোলিয়া, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জর্ডন, ইয়েমেন ও আজারবাইজানে। ভারতের আশেপাশের দেশগুলোর মধ্যে শুধুমাত্র ভুটান ও বাংলাদেশে পরিষেবা চালু আছে।
ভুটানে Residential Lite প্ল্যানের খরচ প্রায় ৩,০০০ টাকা এবং Residential প্রায় ৪,২০০ টাকা। বাংলাদেশে Lite প্ল্যান ৩,০০০ টাকার কাছাকাছি এবং Standard Residential প্রায় ৪,০০০ টাকা। মালয়েশিয়ায় Lite প্ল্যানের দাম ২,৬০০ টাকা এবং Residential প্রায় ৪,৬০০ টাকা। জাপানে পরিষেবার খরচ ৪,০০০ টাকা এবং ফিলিপাইনে প্রায় ৬,০০০ টাকা।
আমেরিকা ও ইউরোপে স্টারলিংকের মূল্য ও বিস্তার
আমেরিকায় প্রায় সব দেশেই পরিষেবা চালু হয়েছে, শুধুমাত্র বলিভিয়া ও ভেনেজুয়েলার মতো কিছু জায়গা বাদে। নিউ ইয়র্কে Lite প্ল্যানের খরচ ২,৫০০ টাকা এবং Residential ৪,০০০ টাকা। কানাডায় Lite ৬,৮০০ টাকা এবং Residential প্রায় ৯,০০০ টাকা।
আরও পড়ুন: Covid 19: দেশে বাড়ছে করোনা সংক্রমণ, রথের আগে পুরীতে জারি সতর্কতা!
ইউরোপের বেশিরভাগ দেশেই পরিষেবা চালু রয়েছে। ফ্রান্সে Lite প্ল্যানের দাম ২,৮০০ টাকা এবং Residential প্রায় ৪,০০০ টাকা। ব্রিটেনে বর্তমানে শুধু Residential প্ল্যান আছে যার দাম প্রায় ৮,৭০০ টাকা। ইটালিতে Lite ৩,৪০০ টাকা এবং Residential প্রায় ৫,০০০ টাকা।
আফ্রিকা ও অস্ট্রেলিয়াতেও পরিষেবা বিস্তার
আফ্রিকার কিছু দেশে যেমন নাইজার, সিয়েরা লিওন, লাইবেরিয়া, জিম্বাবোয়ে ও মোজাম্বিকে পরিষেবা চালু হয়েছে। ঘানায় Lite প্ল্যান প্রায় ৪,০০০ টাকা ও Residential প্রায় ৬,০০০ টাকা।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রায় সমস্ত এলাকায় পরিষেবা দিচ্ছে স্টারলিংক।
ভারতে এই পরিষেবা চালু হলে, দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চ গতির ইন্টারনেট পৌঁছানোর সম্ভাবনা বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা।