ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরে কৃষকদের মন জয়ে উদ্যোগী মোদি সরকার। স্রেফ বরাদ্দ বৃদ্ধিই নয়, প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পকেও এবার ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। তবে প্রধানমন্ত্রী ফসল বিমা নয়, মুখ্যমন্ত্রীর ‘কৃষক বন্ধু’ স্কিমেই (farmers insurance) আস্থা রাজ্যের। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে জানালেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)।
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। কেন্দ্র সরকার এই প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে রাজ্যকে জানালেও আপাতত রাজ্য এই প্রকল্প (farmers insurance) চালু করছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পই অনেক বেশি লাভজনক কৃষকদের জন্য। এমনটাই দাবি রাজ্য সরকারের। শনিবার দেশের সব রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan)। এই বৈঠকেই যখন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY)’ কার্যকর করার বিষয়ে জোর দেন, তখন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী তথ্য দিয়ে জানান এই রাজ্যের কৃষকরা অনেক লাভজনক প্রকল্পে ইতিমধ্যেই রয়েছে।
আরও পড়ুন: West Bengal Passport Scam: জাল পাসপোর্টকাণ্ডে গ্রেফতার প্রাক্তন পুলিশ!
আরও পড়ুন: Cauliflower: ফুলকপি মাত্র ১ টাকা! বিক্রি না হওয়ায় খাওয়ানো হচ্ছে গরুকেও
রাজ্যের কৃষি বাজেটের পরিমাণ উল্লেখ করে শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) বলেন, আমাদের রাজ্যের কৃষি বাজেট হলো ৯,৮০০ কোটি টাকা। সেখানে কেন্দ্র তার বিভিন্ন প্রকল্পে যে টাকা দেয় তার পরিমাণ রাজ্য বাজেটের ৫ শতাংশেরও কম।
স্বাস্থ্য থেকে আবাস, গ্রামীণ রাস্তার মতো বেশ কয়েকটি কেন্দ্রের একাধিক প্রকল্প বাংলায় কার্যকর হয়নি। সেই তালিকায় নবতম সংযোজন হতে চলেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত সহ বিহার, তেলেঙ্গানা, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও গ্রহণ করে নি।