ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এতদিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আমেরিকাও (Steadfast Dart 2025)। বলা ভালো এই যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের সহযোদ্ধা ছিল আমেরিকা। কিন্তু,এখন ধীরে ধীরে বদল হচ্ছে সেই সমীকরণ। আমেরিকা ইউক্রেনকে আর খুব বেশি সাহায্য করতে চাইছে না এই যুদ্ধে।
ট্রাম্প-পুতিন বন্ধুত্ব (Steadfast Dart 2025)
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিপক্ষ রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন (Steadfast Dart 2025)। আমেরিকা চাইছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ধীরে ধীরে থামিয়ে দিতে। সেই ইঙ্গিত অবশ্য আগেই দিয়ে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনের সময়েই বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে যুদ্ধের জন্য বেশি অর্থ খরচ করবেন না। বরং সেই অর্থ তিনি খরচ করবেন আমেরিকানদের উন্নতির জন্য। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে রাশিয়া ইউক্রেন যুদ্ধই হতো না।
ইউক্রেনের উপর চাপ (Steadfast Dart 2025)
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোঝাপড়া বেশ ভালো বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা (Steadfast Dart 2025)। তাই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই অনেকে বলেছিলেন ট্রাম্প প্রেসিডেন্ট হলে রাশিয়া ইউক্রেন সংঘর্ষে ভাঁটা পড়তে পারে। এবার সেটাই বাস্তবে ঘটতে চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কির উপরে চাপ সৃষ্টি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কখনও মস্কোর সঙ্গে সমঝোতা করতে বলছেন, কখনও জ়েলেনস্কিকে ‘অনির্বাচিত একনায়ক’ বলে আক্রমণ করছেন।
আরও পড়ুন: Salman Rushdie: সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত আমেরিকা কোর্টে
জ়েলেনস্কির পাশে ব্রিটেন
এই পরিস্থিতিতে জ়েলেনস্কির পাশে দাঁড়িয়েছে ব্রিটেন-ফ্রান্সের মতো দেশ। জ়েলেনস্কির পাশে দাঁড়িয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মার বলেন, ‘‘দেশে যুদ্ধ চলছে বলেই জ়েলেনস্কিকে নির্বাচন স্থগিত রাখতে হয়েছে। যথেষ্ট যুক্তিযুক্ত কাজ।’’ এমনকি তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটেনের ঘটনার প্রসঙ্গ টেনে জ়েলেনস্কির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

ইউক্রেনের পাশে সামরিক জোট নেটো
রাশিয়ার সেনা বাহিনীর হামলা রুখতে ইউক্রেনকে আর সামরিক সাহায্য করবে না দীর্ঘ দিনের সহযোদ্ধা আমেরিকা। হোয়াইট হাউসের ফেরার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে তিনি আর সাহায্য করবেন না ডোনাল্ড ট্রাম্পকে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের ভরসায় না থেকে সক্রিয়ভাবে ইউক্রেনের পাশে দাঁড়ালো সামরিক জোট নেটোর ইউরোপীয় সদস্যরাষ্ট্রগুলি।
আরও পড়ুন: Donald Trump: আমেরিকান সংস্থার থেকে ডিজিটাল কর নেয় কারা? পাল্টা শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের
স্টেডফাস্ট ডার্ট ২০২৫
ইউক্রেনের পাশে দাঁড়াতে ইতোমধ্যেই পদক্ষেপ শুরু করেছে নেটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলি। এ সপ্তাহেই ব্রিটেন, ফ্রান্স-সহ ইউরোপের মোট ন’টি দেশের দশ হাজারের বেশি সেনা রোমানিয়ার মাটিতে শুরু করেছে যুদ্ধের মহড়া। ইউক্রেন সীমান্তের মাত্র ২৫ কিলোমিটার দূরে ওই সেনা মহড়ার শুরু হয়েছে। ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশে শুরু হওয়া ওই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘স্টেডফাস্ট ডার্ট ২০২৫’।
যুদ্ধ মহড়া চলবে বুলগেরিয়াতেও
ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশে শুরু হওয়া ওই মহড়ার শুধু রোমানিয়ায় নয়, ওই যুদ্ধ মহড়া আগামী ছ’সপ্তাহ ধরে চলবে ইউরোপের আর একটি দেশ বুলগেরিয়াতেও।একই সঙ্গে কৃষ্ণসাগর অঞ্চলে মোতায়েন রাশিয়ার নৌ-সেনাকে চাপে ফেলতে গ্রিসকেও যুক্ত করা হয়েছে এই মহড়ায়।