ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজেপির শীর্ষ নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রীর একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যজনক মৃত্যু হয়েছে।পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী এই তরুণের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা ও উত্তেজনা। কীভাবে এবং কেন মারা গেলেন তা নিয়ে এখনই কিছু জানা যাইনি(Step Son of Dilip Ghosh Die )।
ঘটনার শুরু কোথায়? (Step Son of Dilip Ghosh Die )
জানা গিয়েছে, সল্টলেকের একটি আবাসনের ফ্ল্যাট থেকে সৃঞ্জয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর সেবা হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ আত্মহত্যার সম্ভাবনার কথা বললেও, এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। সৃঞ্জয়ের দেহ পাওয়া গেছে তাঁর নিজের ঘরের বিছানায়, দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কোনও জোরপূর্বক প্রবেশের চিহ্ন পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
ময়নাতদন্তে উঠে আসবে আসল তথ্য?(Step Son of Dilip Ghosh Die )
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ পাঠানো হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Step Son of Dilip Ghosh Die )। ময়নাতদন্তের রিপোর্টের ওপরই নির্ভর করবে, এটি আত্মহত্যা, না কি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে।

কে ছিলেন সৃঞ্জয় দাশগুপ্ত?(Step Son of Dilip Ghosh Die )
সৃঞ্জয়, বা ঘনিষ্ঠ মহলে যিনি প্রীতম নামেও পরিচিত ছিলেন, পেশায় ছিলেন একজন তথ্যপ্রযুক্তি কর্মী(Step Son of Dilip Ghosh Die )। তিনি কাজ করতেন সল্টলেকের একটি খ্যাতনামা আইটি ফার্মে। সদা হাস্যময়, শিক্ষিত এবং আত্মবিশ্বাসী এই তরুণের সঙ্গে রাজনৈতিক জগতের তেমন সরাসরি সংযোগ না থাকলেও, তাঁর মা রিঙ্কু মজুমদার সম্প্রতি বিজেপি নেতা দিলীপ ঘোষকে বিয়ে করেন।
মায়ের বিয়েতে ছেলে কী বলেছিলেন?(Step Son of Dilip Ghosh Die )
গত ১৮ এপ্রিল দিলীপ ঘোষ ও রিঙ্কুর বিবাহ সম্পন্ন হয়। বিয়ের দিন সৃঞ্জয় কলকাতায় ছিলেন না(Step Son of Dilip Ghosh Die )। তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে বাইরে বেড়াতে গিয়েছিলেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন –
“১৩ বছর ধরে মা একা হাতে সংসার সামলেছেন, আমার বড় করা, সবকিছু করেছেন। এবার নিজের জন্য একটা জীবন শুরু করছেন—এটা খুব ভালো লাগার বিষয়। আমি মন থেকে খুশি।”
তিনি আরও বলেন,
“দিলীপ কাকুর সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে, কথা হয়েছে। বাবার মতো করে তাঁকে মেনে নিয়েছি। মানুষের জীবনে একটা ইমোশনাল ভ্যাকুয়াম থাকেই—সেই জায়গাটা পূর্ণ হয়েছে। মায়ের নতুন জীবনের জন্য আমি উপহার নিয়ে ফিরব।”
এত সদর্থক মনোভাব, পরিণত মানসিকতা এবং মমতাময়ী সুরের পর মাত্র ২৫ দিনের ব্যবধানে তাঁর অকালমৃত্যু প্রশ্ন তুলেছে—এই মৃত্যু কি আকস্মিক, না কি পূর্ব পরিকল্পিত কোনো ঘটনার পরিণতি?
তদন্ত কোন দিকে যাচ্ছে?(Step Son of Dilip Ghosh Die )
সূত্রের খবর অনুযায়ী, পুলিশ ইতিমধ্যেই সৃঞ্জয়ের মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস নিয়ে তদন্ত শুরু করছে(Step Son of Dilip Ghosh Die )। ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী এবং আবাসনের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনই কোনো প্রাথমিক সিদ্ধান্তে পৌছাতে চাইছেন না তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ময়নাতদন্ত এবং অন্যান্য বিভিন্ন দিক খতিয়ে দেখে তবে প্রাথমিক সিদ্ধান্তে পৌছাতে চাইছেন তদন্তকারীরা। এজন্য এখনই তাঁরা স্পষ্ট কিছু জানাতে চাননি।
প্রতিক্রিয়া(Step Son of Dilip Ghosh Die )
ঘটনার পর দিলীপ ঘোষ বা রিঙ্কু মজুমদার—দুজনেই এখনও পর্যন্ত কোনও জনসমক্ষে বিবৃতি দেননি। রাজনৈতিক মহলে অনেকেই বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। একজন তরুণ, সফল ও শিক্ষিত যুবকের এমন অপ্রত্যাশিত মৃত্যু স্বাভাবিকভাবেই সকলকে ভাবিয়ে তুলেছে। রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠ পরিবারে এমন ঘটনা হলে তদন্ত আরও স্বচ্ছ হওয়া জরুরি—এমনটাই মনে করছেন সমাজবিদ ও নাগরিক সমাজের একাংশ।