ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পাঁচ বছরের অপেক্ষার অবসান, দীর্ঘ টালবাহানার পর অবশেষে আবারো খুলে গেল বাঁকুড়ার(Bankura) শালতোড়ার (Saltora) পাথর খাদান। নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করেন বাঁকুড়ার (Bankura) সাংসদ অরুপ চক্রবর্ত্তী (Arup Chakraborty), বিধায়ক নরেন চক্রবর্ত্তী।
সরকারিভাবে চালু হল পাথর খাদান (Bankura)
পঞ্চায়েত ভোটের মুখে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে জেলায় (Bankura) এসে শালতোড়ার পাথর ক্রাসার ফের চালুর জন্য দরকারি পদক্ষেপের আশ্বাস দিয়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ()। এবার তার সেই আশ্বাসেরই বাস্তবায়ন দেখা গেল। শনিবার থেকে শালতোড়ায় সরকারিভাবে পাথর খাদান চালু হল।
পাঁচ বছরের অপেক্ষার অবসান (Bankura)
বাঁকুড়া (Bankura) জেলার উত্তরে শালতোড়া ব্লক (Saltora Block)। রুখা শুখা শালতোড়া ব্লকে চাষাবাদ এক প্রকার নেই বললেই চলে।একসময় এলাকার শ্রমজীবী মানুষের রোজগারের অন্যতম রাস্তা ছিলপাথরখাদান ও ক্র্যাশারে কাজ। কিন্তু ২০২০ সালের পর থেকে শালতোড়ার এই পাথর শিল্প সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ফলে চরম আর্থিক সমস্যায় ছিলেন ওই শিল্পের সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষ।পাথর খাদান চালুর জন্য বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে একাধিকবার দাবি জানিয়েছিলেন এলাকার মানুষ।সেই দাবি মেনে দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে খুলে গেল শালতোড়ার পাথর খাদান।
আরও পড়ুন : Drive Hridaya: রোটারি ক্লাবের ‘ড্রাইভ হৃদয়া কার র্যালি’তে প্রাণের সন্ধান, ক্যালেন্ডারের পাতায় রফি
পাথর খাদানের উদ্বোধন সাংসদের
শনিবার বিকেলে শালতোড়ার ধতলা মৌজায় এক অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাথর শিল্পের সূচনা করেন।এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ অরুপ চক্রবর্ত্তী বলেন, আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছি। তবে ফের পাথর শিল্পের কাজ শুরুর অনুমতি প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ভূমিকা রয়েছে বলেও তিনি জানান। মাস চারেক আগে শালতোড়ায় বেআইনি খাদানে পাথরের চাঁই ভাঙার জন্য বাইকে ডিটোনেটর বহনের সময় তা ফেটে যায়। বিস্ফোরণে এক ব্যক্তি মারা যান। ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সাংসদ এদিন সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন। কোনও বেআইনি কাজ কেউ করলে পাশে দাঁড়ানো হবে না বলেও এদিন অরূপবাবু জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন : Goalpokhar Incident: গ্রেফতারিতে DGP-র ‘ডেডলাইন’! সাজ্জাকের এনকাউন্টারের পর গ্রেফতার তার সহযোগী
কর্মসংস্থানের আশ্বাস
বন্ধ খাদান ও পাথরকল পুরোদমে চালু হলে ২০হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে দুই জনপ্রতিনিধি দাবি করেন। পাশাপাশি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া শালতোড়া, মেজিয়া ও গঙ্গাজলঘাটির বাসিন্দারাও জেলায় ফিরবেন বলে তাঁরা আশা করছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অরুপ চক্রবর্ত্তী বলেন, আগামী দিনে এই এলাকা বীরভূমের মতো হয়ে উঠবে। আর্থ সামাজিক উন্নতিও হবে। সব মিলিয়ে পাথর শিল্পের মাধ্যমে শালতোড়ার চেহারাটাই বদলে যাবে বলে তিনি দাবি করেন।