Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো একেবারেই দোরগোড়ায়। বাঙালির দুর্গাপুজোর জন্য থাকে সারা বছরের উন্মাদনা। এই উন্মাদনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে পুজোর আগের করা পুজোর প্রস্তুতি গুলো। তার মধ্যে সব থেকে বেশি আকর্ষণের বিষয় হচ্ছে কেনাকাটা। আপনাদের পছন্দের অভিনেত্রী দোলন রায়ের কেনাকাটা কতদূর এগোলো? দীপঙ্কর দে কি উপহার দিলেন অভিনেত্রীকে?
অভিনেত্রী জানান, তিনি এই বছর সেরকম ভাবে নিজের জন্য কেনাকাটা করেননি। এই বছর তিনি পুজোটা কাটাবেন দীপঙ্কর দে’র দেওয়া শাড়ি পড়েই। এই শাড়িটি দীপঙ্কর কিনেছেন মহালয়া দিনের ছুটিতে গিয়ে। ওইদিন পুজোর কেনাকাটার জন্য দুজনেই গিয়েছিলেন দোকানে। তিনি আরও জানান, তিনি প্রতিবছরই উপহার কেনেন পুজোর সময়। প্রতিবছর নিজের জন্য কিনলেও এই বছর নিজের জন্য তিনি ঠিক কিছু কিনে উঠতে পারেননি। স্বামীর থেকে পাওয়া উপহার দিয়ে তিনি কাটাবেন এবছরের পুজো।

অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই তিনি সবাইকে পুজোর আগে উপহার দিতে ভীষণই ভালোবাসেন। ছোটবেলায় নিজের বন্ধুদের জন্য চুলে বাঁধার ক্লিপ, গাডার কিনতেন। এই ছোট ছোট মুহূর্তগুলো তাঁকে খুব আনন্দ দিত। বর্তমান সময়েও তিনি সবাইকে পুজোর আগে উপহার দিয়ে নিজে ভীষণ খুশি হন। এই বছর পুজোতে অভিনেত্রী, তাঁর পরিবার এবং তাঁর ভালোবাসার মানুষ স্বামী দীপঙ্কর দের সাথে পুজোর দিনগুলো কাটাবেন।