ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেটার নয়ডায় (Noida Fire Accident) মহিলাদের হস্টেলে আগুন লেগে যায়। আগুন দ্রুত হস্টেলে ছড়িয়ে পড়ায় আটকে পড়েছিলেন দুই তরুণী। ওই ২ জন মহিলা প্রাণ বাঁচানোর জন্য বারান্দা থেকে ঝুঁকছিলেন। তাঁদের মধ্যে একজন পা পিছলে পড়ে গেলেন নীচে। এমনই একটি ভয়াবহ ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এয়ার কন্ডিশনড যন্ত্রে হঠাৎ আগুন (Noida Fire Accident)
বৃহস্পতিবার সন্ধ্যাবেলা অন্নপূর্ণা গার্লস হস্টেলে আগুন (Noida Fire Accident) লেগেছিল। হস্টেলে থাকা একটি এয়ার কন্ডিশনড যন্ত্রে হঠাৎ আগুন লাগে, সেখান থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনার সময়ে ওই হস্টেলে বেশ কয়েকজন ছাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই বেরিয়ে যেতে পেরেছিলেন। কিন্তু ২ জন হস্টেলের ভিতরে আটকে পড়েছিলেন। হস্টেলের তিন তলায় আটকে পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করার জন্য এগিয়ে আসেন। মই-এর সাহায্যে তাঁদের নামিয়ে আনা হয়। তাঁদের মধ্যে একজন মইয়ের কাছে পৌঁছতে গিয়ে পা পিছলে বারান্দা থেকে সোজা নীচে পড়ে যান।
আরও পড়ুন: Cow in Bedroom: পেছনে তাড়া করেছে ষাঁড়, বিছানায় উঠে পড়েছে গরু, তাজ্জব বাড়ির বাসিন্দারা!
আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে (Noida Fire Accident)
দমকল আধিকারিক জানিয়েছেন, এসি মেশিনে বিস্ফোরণের কারণেই আগুন লেগেছিল ওই হস্টেলে। ১৬০ জন ছাত্রী থাকেন ওখানে, সবাই বেরিয়ে আসতে পেরেছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ২টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। জানা যাচ্ছে তিন তলা থেকে পড়ে যাওয়া ওই মহিলা সামান্য জখম হয়েছে।