ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বিয়ের মরশুম এলেই আলমারির এক কোণে যত্নে রাখা বেনারসী শাড়িটি (Banarasi Saree) বের করে আনার সময়। কোনওটা নিজের বিয়ের, কোনওটা আবার পছন্দের কোনও অনুষ্ঠান থেকে পাওয়া স্মৃতি মাখা উপহার। কিন্তু যতই দামি বা আবেগে জড়ানো হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে অযত্নের কারণে এই রেশমি শাড়ির সৌন্দর্য হারিয়ে যেতে পারে। বিশেষ করে বেনারসীর মতো ভারী ও জরি বসানো শাড়ি—যদি নিয়মমাফিক সংরক্ষণ না করা হয়, তবে তা রং হারাতে পারে, জরি নষ্ট হয়ে যেতে পারে, এমনকি ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই প্রিয় বেনারসী যাতে বহু বছর সুন্দর থাকে, তার জন্য দরকার বিশেষ যত্ন।
সুতির বা মসলিন কাপড়ে জড়িয়ে রাখুন (Banarasi Saree)
বেনারসী শাড়ি (Banarasi Saree) সরাসরি অন্য কাপড় বা প্লাস্টিকের ব্যাগে রাখলে তা নিঃশ্বাস নিতে পারে না, ফলে আর্দ্রতা জমে গিয়ে ছাতা পড়তে পারে বা জরি নষ্ট হয়ে যেতে পারে। এর বদলে নরম সুতির কাপড় বা মসলিনে জড়িয়ে রাখুন শাড়িটি। এতে বায়ু চলাচলও হবে এবং জরি বা সূক্ষ্ম কাজও ঠিক থাকবে। বিশেষ করে গরমকালে এভাবে মোড়ানো থাকলে ভ্যাপসা ভাব থেকেও শাড়ি সুরক্ষিত থাকবে।
অন্যান্য শাড়ির সঙ্গে একসঙ্গে ভাঁজ করে রাখবেন না (Banarasi Saree)
অনেকেই বেনারসী শাড়িকে (Banarasi Saree) অন্য কটন বা সিল্ক শাড়ির সঙ্গে ভাঁজ করে রাখেন এক জায়গায়। এতে এক শাড়ির সঙ্গে অন্য শাড়ির ঘর্ষণ হয়, যার ফলে জরির কাজ উঠে যেতে পারে বা কাপড়ে দাগ পড়তে পারে। বরং বেনারসী আলাদা করে নিজের জায়গায় রাখুন। আলমারির মধ্যে ফোল্ড করে রাখার সময় মাঝে এক টুকরো টিস্যু পেপার বা সফট কাপড় রেখে দিতে পারেন, যাতে ঘর্ষণ কম হয়।
ধাতব হ্যাঙার নয়
শাড়ি হ্যাঙারে ঝুলিয়ে রাখলে তার ভাঁজ পড়ার সম্ভাবনা কমে। তবে খেয়াল রাখবেন, ধাতব হ্যাঙার ব্যবহার করলে রাসায়নিক বিক্রিয়ায় জরি কালচে হয়ে যেতে পারে। তাই সবসময় কাঠের হ্যাঙার ব্যবহার করুন। যদি বাধ্য হয়ে ধাতব হ্যাঙার ব্যবহার করতে হয়, তবে হ্যাঙারটিকে আগে কাপড়ে জড়িয়ে নিন বা সেলোটেপ দিয়ে কভার করে নিন, যাতে ধাতু সরাসরি শাড়ির সংস্পর্শে না আসে।
রোদে শুকানো একেবারেই নয়
অনেকেই ভাবেন, শাড়ি ধোয়ার পর রোদে শুকিয়ে দিলে তা ভালোভাবে শুকিয়ে যায়। কিন্তু বেনারসীর ক্ষেত্রে এই অভ্যাস মারাত্মক ক্ষতি করতে পারে। অতিরিক্ত রোদে রেশমের রঙ ফিকে হয়ে যেতে পারে, জরির চাকচিক্যও নষ্ট হয়ে যায়। শাড়ি পরিষ্কার করতে হলে বা পরিষ্কারের পর শুকাতে হলে অবশ্যই ছায়ায় শুকান, বাতাস চলাচল হয় এমন জায়গায় রাখুন।
আরও পড়ুন : Swiggy: ১০০ টাকাও লাগবে না, বাড়িতে বসেই খাবার পাবেন চোখের নিমেষে!
কখনও ডিটারজেন্ট নয়
বেনারসী শাড়িতে ব্যবহৃত রেশম ও জরি খুবই স্পর্শকাতর। সাধারণ ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুলে কাপড় নষ্ট হতে পারে, রঙ উঠে যেতে পারে বা জরির কাজ আলগা হয়ে যেতে পারে। তাই বেনারসী পরিষ্কার করতে চাইলে অবশ্যই নির্ভর করুন অভিজ্ঞ ড্রাই ক্লিনারের উপর। পারলে বছরে একবার ড্রাই ওয়াশ করিয়ে শাড়িটি নতুনের মতো রাখুন।
আরও পড়ুন : Brahmin: ভক্তির পথ কি জাত-পাত দেখে ঠিক হয়?
ভাঁজ পাল্টান
শাড়ি অনেকদিন একভাবেই ভাঁজ করে রাখলে সেখানেই স্থায়ী দাগ বা ক্রিজ পড়ে যেতে পারে। তাই ৩-৪ মাস পর পর একবার শাড়ির ভাঁজ পাল্টে দিন। এ ছাড়াও আলমারিতে রাখার সময় সঙ্গে একটু নিমপাতা বা ন্যাপথলিন ব্যবহার করলে পোকার হাত থেকেও রেহাই পাওয়া যায়। তবে খেয়াল রাখবেন, ন্যাপথলিন যেন শাড়ির সঙ্গে সরাসরি স্পর্শ না করে।