ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) অভিনয় চোখে পড়ার মতো। প্রত্যেক চরিত্রকেই তিনি প্রাণবন্ত করে তোলার আপ্রাণ চেষ্টা করেন। সম্প্রতি তিনি সৃজিত মুখার্জির (Srijit Mukherji) ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং করছেন। ‘বিনোদিনী’ চরিত্রে শুভশ্রীকে দেখা যাবে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং চলছে পুরীর জগন্নাথ ধামে। চরিত্র নিয়ে কী বললেন অভিনেত্রী?
শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) আগের অভিনয় আর এখনকার অভিনয়ের মধ্যে বিস্তর ফারাক আছে বলে মনে করেন অনেকেই। আর কেনই বা হবে নাম তিনি তাঁর চরিত্রগুলিকে প্রাণবন্ত করে তোলা চেষ্টা করেন একান্ত ভাবেই। তাই তো তাঁর অভিনয় চোখে পড়ার মতো।
প্রাণবন্ত করে তোলার চেষ্টা (Subhashree Ganguly)
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) মতে, তাঁর অভিনয় করা চরিত্র গুলির মধ্যে ‘বিনোদিনী’ চরিত্র তাঁর কাছে সেরা হয়ে থাকবে। অভিনেত্রীর কথায়, তিনি সুন্দর করে তাঁর চরিত্রকে পর্দায় প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেন। আর সে চেষ্টা সৃজিত মুখার্জীর ( Srijit Mukherji) ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতেও করছেন। শোনা যায়, তাঁর কান্নার দৃশ্যগুলিতে তিনি কখনওই গ্লিসারিন ব্যবহার করেননি। অভিনেত্রীর মতে, তিনি প্রচন্ড আবেগ দিয়ে কাজ করেন। আর যা করেন অন্তর থেকেই। তাই আজ পর্যন্ত কান্নার দৃশ্যে তাঁকে কখনও গ্লিসারিন ব্যবহার করতে হয়নি।
শুটিংয়ে উপস্থিত কারা? (Subhashree Ganguly)
পুরী জগন্নাথ ধামে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং চলছে। ছবিতে গিরিশ ঘোষের সাথে বিনোদিনী বেড়াতে গিয়েছেন জগন্নাথ ধামে। আর সেই দৃশ্যের শুটিং চলছে পুরীর জগন্নাথ ধামে। গিরিশ ঘোষ এর চরিত্রে থাকবেন ব্রাত্য বসু ও বিনোদিনী চরিত্রে থাকবেন শুভশ্রী গাঙ্গুলী। তাছাড়াও পুরীতে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে। উপস্থিত আছেন ছবির প্রযোজক রানা সরকার , পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ ব্রাত্য বসু , ইশা সাহা , দিবজ্যোতি দত্ত, যীশু সেনগুপ্ত , ইন্দ্রনীল সেনগুপ্ত ও আরও অনেকেই। শুটিংয়ে ব্যস্ত সকলেই।
আরও পড়ুন: Sidharth-Kiara: সিদ্ধার্থের ঘরে লক্ষ্মীর আগমন, কিয়ারার চিন্তায় অনুরাগীরা!
প্রকাশ্যে বিনোদিনী লুক
‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ে শুভশ্রী অর্থাৎ বিনোদিনীর লুক সামনে এসেছে। শুভশ্রী গাঙ্গুলীকে বিনোদিনী চরিত্রে দেখা গিয়েছে সবুজ শাড়ি জড়ি পাড় দেওয়া, চুলে সাবেকি খোঁপা, তাতে সোনার কাঁটা লাগানো, হাতে কানে গলায় সাবেকি গয়না ও হাতে বটুয়া ব্যাগ। ইতিমধ্যেই শুভশ্রীর এই লুক সামনে আসায় অনুরাগীরা ভীষণ খুশি। কারণ তাঁর চরিত্রে সাবেকি আনার ছোঁয়া ভীষণ পছন্দ হয়েছে তাঁদের।
আরও পড়ুন: Bajrangi Bhaijaan: ‘বজরঙ্গি ভাইজান ‘ রূপে সলমনের কামব্যাক, নতুন টুইস্ট সিক্যুয়েলে!
আজীবন কৃতজ্ঞ
শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) তাঁর অভিনীত প্রত্যেকটি চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলতে নিজেকে উজাড় করে দেন। তাই কান্নার অভিনয়ে চোখে জল এসে যায় তাঁর আবেগ থেকে। সে কারণেই পর্দায় তাঁর চরিত্রগুলি দেখে দর্শক তৃপ্তি পায়। আরও একটি কথা না বললেই নয় , অভিনেত্রীর বাড়িতে পূজিত হন জগন্নাথ দেব। সেখানে জগন্নাথ দেবের ধামে গিয়ে তাঁর অভিনয় করাও এক বিশাল বড় পাওনা বলে মনে করছেন অভিনেত্রী। ‘বিনোদিনী’ চরিত্রে সুযোগ দেওয়ায়, শুভশ্রী পরিচালক সৃজিত মুখার্জির কাছে কৃতজ্ঞ থাকবেন আজীবন।