ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনুরাগীদের জন্য শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) নতুন সারপ্রাইজ। আবারও তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজের (Web Series) কেন্দ্রীয় চরিত্রে । এর আগেও ওয়েব সিরিজে তিনি ধরা দিয়েছিলেন, একেবারে অন্য রূপে। দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল তাঁর অভিনয়। শোনা যাচ্ছে, এবার তিনি আসছেন নতুন গল্প নিয়ে।
একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে শুভশ্রী
টলি অভিনেত্রী (Tollywood actress) শুভশ্রী (Subhashree Ganguly) এখন যে ভীষণ ব্যস্ত, তা বলাই বাহুল্য। একদিকে তাঁর হাতে রয়েছে সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি। অপরদিকে তাঁর হাতে রয়েছে ‘রায়বাঘিনী ভবশংকরী ‘। দুটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। এবার শোনা গেল, হইচই’য়ের হাত ধরে আবারও ওয়েব সিরিজের দেখা যাবে তাঁকে। এই শুক্রবার যে বাংলা সিনে ইন্ডাস্ট্রির জন্য একটা বড় দিন, তা তো জানেনই। এসভিএফ এবং হইচই প্ল্যাটফর্মের তরফে ‘গল্পের পার্বণ ১৪৩২’ এর হাত ধরে আসতে চলেছে একগুচ্ছ কাজ। যে তালিকায় বিশেষ ভাবে নজর কাড়বে শুভশ্রীর সিরিজ।
পরিচালনায় অদিতি রায় (Subhashree Ganguly)
সাম্প্রতিক সময়ে, শুভশ্রীকে (Subhashree Ganguly) যে সমস্ত চরিত্র দেখা যাচ্ছে তা একেবারেই ভিন্ন ঘরানার। ‘পরিণীতা’র পর থেকেই একের পর এক সিনেমা থেকে সিরিজে, ছক ভেঙে নতুন রূপে দর্শকের সামনে নিজেকে তুলে ধরেছেন তিনি। এবার তাঁকে দেখতে পাবেন, পরিচালক অদিতি রায়ের ওয়েব সিরিজে। প্রসঙ্গত এর আগে ‘ ইন্দুবালা ভাতের হোটেল ‘ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। অপরদিকে যদি পরিচালক অদিতির কথা বলা হয়, তিনিও সাম্প্রতিক কালে বেশ কয়েকটি নারী কেন্দ্রিক সিরিজে প্রশংসিত হয়েছেন।
আরও পড়ুন: Uttam Mohanty: না ফেরার দেশে রচনার নায়ক উত্তম মোহান্তি, শোকস্তব্ধ বিনোদন দুনিয়া
ছক ভাঙা চরিত্রে অভিনয়
প্রসঙ্গত, অনুরাগী থেকে দর্শক বুঝে গিয়েছে ওয়েব সিরিজে ছক ভাঙা অভিনয়ে শুভশ্রী কতটা পারদর্শী। যার অন্যতম প্রমাণ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই সিরিজের জন্য অভিনেত্রীর ঝুলিতে এসেছে একের পর এক সম্মান। মুম্বাইতে নেক্সার মঞ্চ থেকেও পুরস্কৃত হয়েছেন তিনি। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে এই ওয়েব সিরিজের রূপ দিয়েছিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। যেখানে শুরু থেকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে শুভশ্রীকে। কখনও যুবতী বিধবা, আবার কখনও বা বয়স্কার চরিত্রে রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন। শুভশ্রী এই সিরিজের জন্য সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন।
আরও পড়ুন: Tui Amar Hero: একেই বলে ভাগ্য! ধারাবাহিক শেষ হতেই হিরো হচ্ছেন রুবেল
‘গল্পের পার্বণ ১৪৩২’ এর ঝুলিতে নতুন চমক
হইচই’য়ের (Hoichoi) ‘গল্পের পার্বণ ১৪৩২’ এর ঝুলিতে থাকছে নতুন সিরিজ থেকে সিনেমা, শো সব কিছুই। আসলে এবারে এই প্রযোজনা সংস্থার ৩০ বছর পূর্তি। তাই বছর জুড়ে থাকছে নানান সারপ্রাইজ, যেটা জানা যাবে শুক্রবার। যদিও আগেই জানা গিয়েছে, কাকাবাবু (Kakababu) রূপে আবারও প্রত্যাবর্তন করছেন প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)। তবে বদলে গিয়েছে পরিচালক। সৃজিত মুখার্জির পরিবর্তে এবার রয়েছেন চন্দ্রাশিস রায়। ছবির গল্প আবর্তিত হবে বিজয়নগরের হিরেকে কেন্দ্র করে।