ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার (Tollywood ) হাওয়া বলছে, ধীরে ধীরে বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ (Subhashree-Mimi)। একটা সময় শুভশ্রী (Subhashree Ganguly) এবং মিমির (Mimi Chakraborty) সম্পর্কের তিক্ততার কথা কারোর অজানা নয়। সেই দু’জনকেই দেখা গেল এক্কেবারে অন্য মেজাজে। একই গানের তালে তাঁরা নাচলেন। অপরদিকে দেব এবং শুভশ্রীর সম্পর্কের মাঝে থাকা বরফের শীতল স্পর্শেও লেগেছে উষ্ণতা। এমনটাই বলছেন অনুরাগীরা।
এক ছাদের তলায় প্রাক্তনরা (Subhashree-Mimi)
সোশ্যাল মিডিয়ায় নিন্দুকরা একের পর এক ট্রোল মিম করলেও, প্রাক্তনরা তাদের জীবনে দিব্যি রয়েছেন (Subhashree-Mimi)। শুধু তাই নয়, তারা বাঁচেন নিজেদের শর্তে। এই তো কয়েকদিন আগের কথা, ফিল্মফেয়ার অনুষ্ঠানে এক ছাদের তলায় দেখা গিয়েছিল প্রাক্তন বর্তমানদের। যেখানে বিশেষ ভাবে নজর কাড়েন মিমি এবং শুভশ্রী।
দেবের গানে নাচলেন শুভশ্রী – মিমি! (Subhashree-Mimi)
মনে পড়ে? দেবে-শুভশ্রীর সেই ব্লকবাস্টার সিনেমা রোমিওর গানের কথা (Subhashree-Mimi)? সেই ছবির গানেই এক সঙ্গে নাচলেন শুভশ্রী এবং মিমি। তাছাড়া শুভশ্রী আর দেবের জুটি কম জনপ্রিয় নয়। যে জুটিকে দর্শক পর্দায় পুনরায় দেখতে চায়। সম্প্রতি ধুমকেতু ছবির রিলিজ নিয়েও নানান কথা শোনা যাচ্ছে। খুব শীঘ্রই হয়ত, দেব এবং শুভশ্রীর জুটিকে বড় পর্দায় দেখা যাবে। দেব শুভশ্রীর সম্পর্ক ভাঙার পর, তাঁদেরকে কিন্তু এখনও পর্যন্ত এক ফ্রেমে দেখা যায়নি। তাই তো অনুরাগীরা অনেকেই বলছেন, এই যে রোমিওর গানে আবার শুভশ্রী নাচলেন, কিসের ইঙ্গিত দিতে চাইলেন?
আরও পড়ুন: Randeep Hooda: হাসপাতালের বিছানায় রণদীপ, ভেঙেছে শরীর! হঠাৎ কী হল অভিনেতার?
“কবে দিমু গলায় মালা রে” এই গান এখনও দর্শক শ্রোতাদের প্রিয়। ফিল্মফেয়ারে সেই গানে নেচে বাজিমাত করলেন শুভশ্রী। যে গানের সঙ্গে জড়িয়ে রয়েছেন দেব। আর এই গানে তিনি একা নাচলেন না, পারফরম্যান্সের মাঝে হঠাৎ নেমে এলেন মঞ্চ থেকে। মিমির সঙ্গে নাচলেন। কখনও বা অনুষ্ঠানের মাঝে মিমিকে জড়িয়ে ধরলেন।

মিমির মুখে শুভশ্রীর প্রশংসা
মিমির ভাইরাল দুষ্টু কোকিল গানেও পারফরম্যান্স করলেন শুভশ্রী। এক্ষেত্রে মিমির বক্তব্য ছিল, ” শুভ ভীষণ ভালো ডান্সার এবং এই গানে খুব ভালো পারফরম্যান্স করবে”। আর ঠিক তাই হল। তুফান সিনেমার সেই গানে রীতিমত ফিল্মফেয়ারের জলসা জমিয়ে দিয়েছিলেন রাজপত্নী।
আরও পড়ুন: Ranojoy Bishnu: জন্মদিনে রুবেলকে ফাঁকি দিলেন রণজয়! শ্বেতা বললেন, ‘এটা মানসিক যন্ত্রণা’

গলছে সম্পর্কের বরফ
এই দৃশ্য দেখে অনেকের মনে পড়ল দেব-শুভশ্রী জুটির কথা। আবার অনেকের মনে পড়ল, মিমি আর রাজের অতীত সম্পর্কের কথা। তবে এটাও ঠিক, এক সময় মিমি আর শুভশ্রী ভীষণ ভালো বন্ধু ছিলেন। কিন্তু রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের জেরে সেই বন্ধুত্বে ভাঙন ধরে। এমন গুঞ্জনও শোনা যায় টলিপাড়ার অন্দরে। পার্টিতে একে অপরকে এড়িয়ে যেতেন। তবে বন্ধুত্বের মাঝে থাকা সেই বরফ গলে জল হয়ে গিয়েছে, তা প্রমাণ করে দিল এই একটা গান। এবার দেব শুভশ্রীকে একই পর্দায় দেখার অপেক্ষা।