ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মিঠিঝোরার (Mithijhora) অনির্বাণ ওরফে সুমন দে’র (Suman Dey) জীবনে বোরোলিনের কাজ করেন প্রেমিকা শীর্ষা গুহঠাকুরতা (Sirsha Guhathakurta)। দু’জনের সোশ্যাল মিডিয়ায় (Social Media) চোখ রাখলেই বোঝা যায়, সম্পর্ক ঠিক কতটা মজবুত। কিন্তু শীর্ষাকে সুমন বোরোলিন কেন বললেন? কবেই বা শীর্ষা এবং সুমন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সে বিষয়ে ট্রাইব টিভিকে কী বললেন অভিনেতা?
খারাপ সময় প্রেমিকার সাপোর্ট (Suman Dey)
অভিনেতা সুমন (Suman Dey) দোলের দিন তার কাছের মানুষদের সঙ্গে শুটিং ফ্লোরে সময় কাটিয়েছেন। ফ্লোরে পেয়েছেন প্রচুর বন্ধু। যারা তার কাছে বড্ড আপন। শুধু তাই নয়, সেদিন অভিনেতার পাশে ছিলেন জীবনের বিশেষ মানুষ, অর্থাৎ তার প্রেমিকা শীর্ষা। সুমন ট্রাইব টিভিকে বলেন, যখন তিনি সবথেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন বহু মানুষ বহু মন্তব্য করেছে। বিষয়টা নিয়ে অনেকে কাদা ছোঁড়াছুঁড়ি করেছে। কিন্তু সেই সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন শীর্ষা। সুমনের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। সোজা কথায়, বিপদে সুমনকে আগলে রেখেছিলেন শীর্ষা।
সুমনের জীবনের বোরোলিন শীর্ষা (Suman Dey)
সুমন (Suman Dey) যখনই কোনও খারাপ পরিস্থিতির মধ্যে পড়েন, তখনই শীর্ষা সেই পরিস্থিতি থেকে সুমনকে বের করার চেষ্টা করেন। সুমনের খেয়াল রাখেন। খারাপ সময় কখনই শীর্ষা তাঁর ভালোবাসার মানুষের হাত ছাড়েননি। সুমন মনে করেন, শীর্ষা তার জীবনের বোরোলিন। তাই সুমন তার খুশির মুহূর্ত গুলো শীর্ষার সঙ্গে ভাগ করে নিতে চান।
আরও পড়ুন: Hrithik Roshan: বলিউডে গুরু দায়িত্ব পেলেন হৃত্বিক! কবে আসছে ‘কৃশ ৪’ ?
গাঁটছড়া বাঁধবেন কবে?
শীর্ষাকে সুমন পেয়েছেন তার আগের ধারাবাহিকের সময়। সেই ধারাবাহিক থেকে পাওয়া তার জীবনের শ্রেষ্ঠ উপহার শীর্ষা। এমনটাই মনে করেন অভিনেতা। ভবিষ্যতে দু’জনের বিয়ে করারও পরিকল্পনা রয়েছে। তবে অভিনেতা মনে করেন, যখন ঈশ্বর চাইবেন তখনই গাঁটছড়া বাঁধবেন। কবে বিয়ে করবেন, সেই বিষয়ে এখনও তারা ভাবনা চিন্তা করেননি। এখন দু’জনে বন্ধু হিসেবে ভীষণ ভালো আছেন। একে অপরের পাশে আছেন।
শীর্ষাকে সর্বদা পাশে চান সুমন
অনুরাগীরা যখন বারংবার মন্তব্য করতে থাকেন, যে রাই অনির্বাণের এক হয়ে যাওয়া উচিত। অর্থাৎ রাই এবং অনির্বাণের বাস্তবেও বিয়ে হওয়া উচিত। এই বিষয়ে কিন্তু শীর্ষা কোনও দিনই মন খারাপ করেন না। বরং তিনি এই বিষয় গুলোকে ভীষণ ইতিবাচক নেন। সুমন চান সব সময় যেন শীর্ষা তাকে এভাবেই আগলে রাখেন এবং পাশে থাকেন। সুমনের ভালো কিংবা খারাপ সময়ে যেন তার হাত এভাবেই ধরে রাখে। সুমন মনে করেন, জীবনের খারাপ সময় যে পাশে থাকবে, ভালো সময় সেই পাশে থাকার যোগ্য।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: মুম্বাইয়ে ফ্যাশন শো মাতালেন প্রসেনজিৎ! সাজের জৌলুসে কোন ইঙ্গিত দিলেন?
সবাইকে আনন্দে রাখতে চান
অভিনেতা চান, সবাইকে হাসিখুশি রাখতে। সুমনের বানানো বেশিরভাগ রিলস মূলত মজার হয়ে থাকে। তিনি এমন কোন রিলস বানান না, যা দেখে দর্শকদের বিষয়টা নিয়ে গভীর ভাবে ভাবতে হয়। সুমন সর্বদা দর্শকদের হাসাতে পছন্দ করেন এবং নিজেও হাসিখুশি থাকতে পছন্দ করেন।