ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাকাশ থেকে ভারতকে কেমন দেখা (Sunita Williams) যায়? এই প্রশ্নের উত্তরে চার দশক আগে মহাকাশচারী রাকেশ শর্মা বলেছিলেন, “সারে জাঁহা সে আচ্ছা।”
কী বললেন সুনীতা (Sunita Williams)
সম্প্রতি, ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামসও একই প্রশ্নের (Sunita Williams) সম্মুখীন হন। তিনি ২৮৬ দিন মহাকাশে কাটানোর পর যখন পৃথিবীতে ফিরে আসেন, তখন তিনি এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, “চমৎকার, অপরূপ!”
সুনীতার অভিযান (Sunita Williams)
গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ আট দিনের অভিযানে যাওয়ার কথা ছিল সুনীতার। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাঁর সফর আট দিনের পরিবর্তে ২৮৬ দিন হয়ে যায়। সুনীতা এবং তাঁর সহ-নভশ্চর বুচ ভারতে ফিরেছেন ১৯ মার্চ ভোরে। বর্তমানে তাঁরা নাসার ক্রু-কোয়ার্টারে স্বাস্থ্যপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।
মাছ ধরার দৃশ্যে মুগ্ধ সুনীতা
সুনীতা জানান, মহাকাশে থাকা অবস্থায় ভারতের উপর দিয়ে যাতায়াতের সময় দেশটির অপরূপ দৃশ্য দেখে তিনি মুগ্ধ ছিলেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন গুজরাত এবং মুম্বইয়ের দৃশ্য, যেখানে উপকূল বরাবর মাছ ধরার জাহাজের সারি দেখা যায়। সুনীতার মতে, মহাকাশ থেকে ভারতকে দিনের বেলায় এবং রাতে উভয় সময়ই দেখা চমৎকার।

হিমালয়ের দুর্দান্ত ছবি
মহাকাশে তাঁর অভিজ্ঞতার কথা বলার সময় সুনীতা বলেন, “যতবার আমরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, বুচ দুর্দান্ত কিছু ছবি তুলেছেন। ভারতকে তখন সত্যিই অপরূপ লাগছিল।” রাতের শহরের আলোগুলো মহাকাশ থেকে দেখার সময় তাঁর মনে হয়েছে, এটি এক অসাধারণ দৃশ্য।
ভারত সফরে সুনীতা
গুজরাতের মেহসানা জেলার ঝুলাসনে সুনীতার পৈতৃক বাড়ি। এই গ্রামে তাঁর আত্মীয়-স্বজনরা থাকেন। সুনীতার পৃথিবীতে ফেরার আনন্দে গ্রামের মানুষ আতশবাজি ফাটিয়ে এবং নেচে গেয়ে উদযাপন করেন। তাঁর ভ্রাতৃবধূ ফাল্গুনী পাণ্ড্য জানিয়েছেন, সুনীতা শীঘ্রই ভারত সফরে আসতে পারেন।
আরও পড়ুন: Dog sings Hanuman Chalisa: হনুমান চালিশা গাইছে কুকুর, মুগ্ধ নেটদুনিয়া!
সুনীতাকে মোদীর আমন্ত্রণ
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুনীতাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মহাকাশ থেকে ফেরার পর সুনীতার অভিজ্ঞতা কেবল তাঁর ব্যক্তিগত সফর নয়, বরং এটি ভারতীয় সংস্কৃতি ও বিজ্ঞান অনুসন্ধানের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। সুনীতা উইলিয়ামসের এই মহাকাশ অভিযানের গল্প কেবল ভারতীয়দের গর্বিত করে না, বরং বিশ্বজুড়ে এক নতুন আশা জাগায়।