Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। শুক্রবার সিবিআই-কে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ৬ মাস পর অয়ন শীলকে আবারও জামিনের আবেদন করার পরামর্শ দিয়েছে আদালত।
নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীল (Supreme Court)
রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই এর হাতে আসে অয়ন শীলের নাম(Supreme Court)। এবং তাকে গ্রেফতার করে সিবিআই। সল্টলেকে তার অফিসে তল্লাশি চালানোর সময় রাজ্যের প্রায় ১৬টি পুরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য হাতে আসে সিবিআই এর। উদ্ধার হয় বেশ কিছু পুর নিয়োগের উত্তরপত্র বা ওএমআর শিট। সেখান থেকেই রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের দুর্নীতির হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ অয়ন শীলের সংস্থাই পুরসভা নিয়োগের ওএমআর শিটের দায়িত্বে ছিল।
হাইকোর্টে জামিনের আবেদন খারিজ (Supreme Court)
এর আগে নিম্ন আদালত ও হাইকোর্টেও জামিনের আবেদন করেছিলেন অয়ন শীল। কিন্তু হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়(Supreme Court)। হলে জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দারস্থ অয়ন। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিং এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত অয়নের জামিন মঞ্জুর করা এখনই সম্ভব নয়, বলে জানিয়ে দেয়। বিচারপতিরা বলেন, ‘ওএমআর শিটে কারচুপির অভিযোগ রয়েছে। হাজার হাজার যুবকের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে।’

আরও পড়ুন : Bomb Threats : দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক!তিনটি বিস্ফোরণের হুমকি
১৬টি পুরসভায় নিয়োগে দুর্নীতি(Supreme Court)
অয়ন শীলের আইনজীবী আদালতে জানান, রাজ্যের ১৬টি পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে(Supreme Court)। তার মধ্যে একটি পুরসভার তদন্ত সম্পন্ন হয়েছে। এবং এখনও পর্যন্ত একটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। বাকি তদন্ত কবে শেষ হবে, তা কেউ জানে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে পদ্ধতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়েছিল, সেই পদ্ধতিতেই শর্তসাপেক্ষে অয়ন শীলেরও জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী।
আরও পড়ুন : PM Modi Visit Manipur : শনিবার মনিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী! কী কী কর্মসূচী রয়েছে মোদির?
জামিনের আবেদনের বিরোধিতা সিবিআই-এর (Supreme Court)
অয়ন শীলের জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী(Supreme Court)। এদিন শুনানিতে সিবিআই এর আইনজীবী বলেন, ‘রাজ্যে পুর নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রচুর তথ্য হাতে আসছে।’ তখনই বিচারপতি সিবিআই-এর আইনজীবীর কাছে জানতে চান, তদন্ত কতদিনে শেষ হবে। অয়ন শীলের আইনজীবী আদালতকে বলেন, তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হোক। কিন্তু বিচারপতিরা সিবিআই-কে ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে বলেন। সেই কারণে এদিন অয়নশীদের জামিনের আবেদন কারিজ করে দেন বিচারপতিরা। অয়ন শীলের আইনজীবীদের সুপ্রিম কোর্টের পরামর্শ, ছয় মাস পর আবার জামিনের আবেদন করতে পারবেন অয়ন শীল। তখন আদালত আবেদনটি বিবেচনা করে দেখবে। এরপরই অয়ন শীনের আইনজীবী মামলা প্রত্যাহারের অনুমতি চাইলে, আদালত তা মঞ্জুর করে।