ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের জামিনের বিষয়টি কলকাতা হাইকোর্টে পাঠাল শীর্ষ আদালত। কুন্তল ঘোষের জামিন নিয়ে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিষয়টির নিয়ে নির্দেশ দিতে হবে বলে নির্দেশ ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি সি টি রবিকুমার ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে মামলাটি উঠেছিল শুনানির জন্য। তাতে বিচারপতিরা জানান, হাইকোর্টে জামিনের জন্য নতুন করে আবেদন করতে হবে কুন্তল ঘোষকে।
২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে জেলে রয়েছেন তিনি। এর আগে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কুন্তল। সেখানে খারিজ হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সূত্রের খবর, যেহেতু নিয়োগ দুর্নীতির মামলা চলছে হাইকোর্টে, তাই এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত।
আরও পড়ুন : https://tribetv.in/new-statue-of-lady-justice-without-blindfold-unveiled-at-supreme-court/
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের কাছে সময় চেয়েছে ইডি। বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভুয়ানের বেঞ্চ কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার কাছে হলফনামা চায়। জবাবী হলফনামা দেওয়ার জন্য সময় চায় ইডি। এক সপ্তাহ পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি।
আরও পড়ুন : https://tribetv.in/massive-fire-in-oil-tanker-at-beleghata/
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি। ওই মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বৃহস্পতিবার ইডির আইনজীবী এসভি রাজু সওয়াল করেন, জামিনের বিরোধিতা করে তিনি বক্তব্য জানাতে চান। এটি একটি বড় দুর্নীতির মামলা। এর পরেই আদালত ইডির কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট।