ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘বুলজোজার’ নিয়ে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। বেআইনি সম্পত্তি, ব্যবসা বাণিজ্য বুলজোজার দিয়ে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে রাজ্য প্রশাসনের যে কোনও অধিকার নেই এদিন তা স্পষ্ট করে জানিয়ে দিলো দেশের শীর্ষ আদালত।
বুধবার একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, রাজ্য প্রশাসনের কোনও অধিকার নেই বিচারকের ভূমিকায় বসে অভিযুক্তর বিচার সম্পন্ন হওয়ার আগেই বেসরকারি ও বাণিজ্যিক সম্পত্তিকে গুঁড়িয়ে দেওয়ার। একই সঙ্গে শীর্ষ আদালত বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিল। জানিয়ে দিল, তা করতে হবে ১৫ দিনের নোটিসে। করতে হবে ভিডিয়ো রেকর্ডিংও।
আরও পড়ুন: https://tribetv.in/pm-narendra-modi-will-attend-g20-summit-in-brazil/
সূত্রের খবর, সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোনও বেআইনি নির্মাণ ভাঙতে হলে তা জানিয়ে অন্তত ১৫ দিনের নোটিস দিয়ে সেই কাজ করতে হবে। এমনকি এই সংক্রান্ত আটটি গাইডলাইনও প্রকাশ করেছে শীর্ষ আদালত।
গাইডলাইনে কী কী বলা হয়েছে…
- রাজ্য প্রশাসন বা অন্য কোনও ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। বুধবার সুপ্রিমকোর্টের দুই বিচারপতি বি আর গাভই এবং কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে। কোনও ব্যক্তি বিচার করতে পারেন না, কে দোষী আর কে দোষী নয়। কেউ এ ভাবে আইন হাতে তুলে নিতে পারেন না। বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
- বেআইনি নির্মাণ ভাঙতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অন্তত ১৫ দিন আগে থেকে নোটিস দিতে হবে। তারপর ভাঙা যাবে অবৈধ নির্মাণ। তার পর বিষয়টি জেলাশাসককে জানানো হবে। জেলাশাসকের নিয়োগ করা নোডাল অফিসারের তত্ত্বাবধানে ভাঙার বিষয়টি বিবেচনা করে দেখা হবে। এ বিষয়ে সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী নির্দেশিকাও জারি করেছে শীর্ষ আদালত।
- কোথাও কোনও বেআইনি নির্মাণ ভাঙতে হলে সেই জায়গার ভিডিয়োগ্রাফি করা আবশ্যক বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
- কোনও বেআইনি নির্মাণ ভাঙার সময় তার আসেপাশের পরিবেশ পরিস্হিতি খতিয়ে দেখা বাধ্যতামূলক। যাতে কারও কোনও ক্ষতি না হয়। এমনকি যে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে।
- আরও পড়ুন: https://tribetv.in/musk-and-ramaswamy-gets-doge-appointment-by-trump/
- আদালতের নির্দেশ অনুযায়ী, কোনও বাড়ি বা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ অবৈধ প্রমাণিত হলে তা বুলডোজার দিয়ে ভাঙার আগে তার খুঁটিনাটি খতিয়ে দেখে নিতে হবে।
- বিজ্ঞপ্তিতে ভাঙার কারণ ও শুনানির তারিখ উল্লেখিত থাকতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে কেন এমন চরম পদক্ষেপ করতে হচ্ছে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে জেলাশাসককেও তা মেলের মাধ্যমে জানিয়ে দিতে হবে।
- বিস্তারিত ‘স্পট রিপোর্ট’ অবশ্যই তৈরি করতে হবে। এবং নির্মাণটি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও রেকর্ডিং রাখতে হবে। ঘটনাস্থলে সরকারি আধিকারিক ও পুলিশকে উপস্থিত থাকতে হবে।