ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের (Supreme Court On Murshidabad Situation) অশান্তি নিয়ে করা মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিলেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা। বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে মামলা উঠতেই আদালতের প্রশ্ন, কী উদ্দেশ্যে এই মামলা করেছেন? কতদিন ওকালতি করছেন? কতগুলি জনস্বার্থ মামলা করেছেন ?
সঠিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ (Supreme Court On Murshidabad Situation)
ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সম্প্রতি অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে (Supreme Court On Murshidabad Situation)। বেসরকারি সূত্রে খবর, তিন জনের মৃত্যুও হয়েছে সেখানে। সেই সব অশান্তির ঘটনার সঠিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। তিনি চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ দল মুর্শিদাবাদে অশান্তির ঘটনার তদন্ত করুক। সেই মামলা নিয়েই সোমবার একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, ‘‘কোন তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছে?’’
তথ্য দেওয়া হয়েছে তার ভিত্তি কী? (Supreme Court On Murshidabad Situation)
আদালত সাফ জানিয়ে দেয়, মামলা ফাইল করা এবং সওয়াল করার ক্ষেত্রে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে তার ভিত্তি কী (Supreme Court On Murshidabad Situation)? কারা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বাস করছেন তাদের বিবরণ কোথায় ? যাঁদের জবাব চাওয়া যেতে পারে তাঁদের নাম উল্লেখ নেই কেন? সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ যদি প্রধান উদ্দেশ্য হয়, তাহলে অন্য কথা বলতে হয়।
মামলা প্রত্যাহার করার নির্দেশ
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ জানায়, মামলাটির কোনও সারবত্তা নেই। বিচারপতি কান্তের পর্যবেক্ষণ, এই মামলায় হস্তক্ষেপ করার প্রশ্নই নেই। এর পরেই মামলাকারী আইনজীবীকে মামলা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। তবে ভুল সংশোধন করে নতুন মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতিরা। সুপ্রিম কোর্ট জানায়, নাগরিকদের সমস্যা নিয়ে মামলা শুনতে অসুবিধা নেই। কিন্তু এই মামলাটি শুধুমাত্র সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে করা হয়েছে।
আবেদন ত্রুটিপূর্ণ বলে খারিজ
মুর্শিদাবাদের হিংসা নিয়ে সিট গঠনের দাবি জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার আবেদন ত্রুটিপূর্ণ বলে সোমবার খারিজ করলেন বিচারপতি সূর্ষ কান্ত। ওই মামলা করেছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। সঠিক ভাবে আবেদন করার নির্দেশ দিয়ে বিচারপতি সূর্ষ কান্ত ওই আইনজীবীর উদ্দেশে মন্তব্য করেন, ‘যার তার বিরুদ্ধে অভিযোগ তুলবেন না। আপনার এত তাড়া কীসের?’