ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি মামলার শুনানিও। আগামী ২৮ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওবিসি (OBC Certificate) শংসাপত্র মামলার শুনানিও পিছিয়ে গেল সুপ্রিমকোর্টে। মঙ্গলবার এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে। কিন্তু শুনানি হয়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি। ফলে ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রইল।
গত বছর ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে ইস্যু হওয়া রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) বাতিল করে দেয়। হাইকোর্টের এই নির্দেশে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও। গত শুনানিতে সুপ্রিমকোর্ট তার পর্যবেক্ষণে বলেছিল, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হওয়া উচিত নয়।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-strong-message-over-tiger-fear-in-bengal/
আরও পড়ুন: https://tribetv.in/mamata-on-gangasagar-mela-2025-over-illegal-entry/
গত বছরের ২২ মে কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) বাতিল সংক্রান্ত বড়সড় রায় দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র বৈধ। তবে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। তার ফলে বাতিল হয়ে যায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র। ডিভিশন বেঞ্চের দাবি, ২০১০ সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি। তাই শংসাপত্র বাতিলের নির্দেশ। তবে শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। তাঁদের সকলের চাকরি বহাল থাকবে বলেই জানায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।