ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কথায় বলে ‘প্রেম অন্ধ’। ভালোবাসার মানুষটিকে খুশি করতে মানুষ নানা সময়ে কত কিছুই না করেন। এবার এমনই এক অন্ধ প্রেমের সাক্ষী থাকল সিউড়ি (Suri) শহর। স্ত্রীকে উপহার দিতে পৌরসভার সরকারি বোর্ড থেকে ‘হৃদয়’ চুরি যুবকের। আর এই চুরির চরম খেসারতও দিতে হল যুবককে।
কি ঘটেছে ? (Suri)
বর্তমানে কলকাতা-সহ রাজ্যের নানা শহরেই রাস্তার ধরে দেখা যায় বেশকিছু এলইডি বোর্ড। কোনওটায় লেখা ‘আই লাভ কলকাতা’, কোথাও লেখা, ‘ভালবাসার শহর বাঁকুড়া’ কিংবা ‘আমার ভালোবাসা সিউড়ি’। ২৪শে ডিসেম্বর রাতে সিউড়ি পুরসভার চেয়ারম্যান সিউড়ি থানায় অভিযোগ জানান, সিউড়ি (Suri) শহরে সার্কিট হাউস লাগোয়া ‘আমার ভালোবাসা সিউড়ি’ লেখা এলইডি বোর্ড থেকে ‘লাভ’ চিহ্নটি চুরি গিয়েছে।এরপই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
‘হৃদয়’ চুরির অভিযোগে গ্রেফতার (Suri)
ঘটনার তদন্তে নেমে বুধবার দুপুরেই ‘হৃদয়’ চুরির অভিযোগে মহম্মদবাজারের সেরেন্ডা থেকে বাপন বাদ্যকরকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। পুলিশের জেরায় বাপনের অকপট স্বীকারোক্তি -সে ওই কাজ করেছে। বাপনের শ্বশুরবাড়ি সিউড়ি (Suri) রক্ষাকালীতলায়। বাপন জানায়, ”সোমবার রাতে সিউড়ি (Suri) এসে মদ্যপান করে নিজের বাইকে বাড়ি ফিরছিল। সার্কিট হাউস মোড়ের কাছে ভালোবাসার চিহ্ন দেখে তার মন ভালোবাসায় হু হু করে ওঠে। স্ত্রীকে এই কয়েকবছরে সে কিছুই দিতে পারেনি। তাই আলো-সহ সিউড়ির ভালোবাসার চিহ্নটি সে খুলে নিয়ে বাড়ি ফিরছিল। এরপর ফেরার পথে এসপির মোড়ের কাছে ঘটে বাইক দুর্ঘটনা। সেখানেই তার চুরি করা ভালোবাসা ভেঙে চুরমার হয়ে যায়।”
আরও পড়ুন: Calcutta High Court News: ধর্নার সময়সীমা বাড়ানোর আর্জি চিকিৎসকদের
‘হৃদয়’ চুরির শাস্তি
যুবকের ‘হৃদয়’ চুরির এমন কথা শুনে তার প্রতি মানবিক মনোভাব দেখান পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও পুলিশ। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজেই ওই যুবককে তার স্ত্রীকে দেওয়ার জন্য একগুচ্ছ গোলাপ কিনে এনে দেন। এদিকে যুবকের গ্রেফতারির খবর পেয়ে আগেই থানায় এসেছিলেন যুবকের স্ত্রী। সেখানেই একেবারে ফিল্মি কায়দায় দুর্ঘটনায় জখম পা নিয়ে হাঁটু মুড়ে স্ত্রীকে সেই গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেন যুবক। এরপর যুবক স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রনাম করে প্রতিজ্ঞা করলেন, আর কোনদিনও কোন কারনেই চুরি করবেন না।
সিউড়ি পুরসভার চেয়ারম্যানের প্রতিক্রিয়া
এমন ঘটনায় সিউড়ি পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, ‘আমার গোটা জীবনে এইরকম ভালোবাসার জন্য চুরি কখনও দেখিনি। ওই যুবক প্রতিজ্ঞা করেছেন আর কখনই চুরি করবেন না।’