Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুস্মিতা রায় (Susmita Roy) ছোট পর্দায় এক জনপ্রিয় মুখ (Susmita-Sabyasachi)। তবে অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak) ভ্লগে তাঁকে দেখা যেত প্রায়শই। দেওর-বৌদির বন্ধুত্বের সম্পর্ক বেশ পছন্দ করতেন দর্শক। তবে সুস্মিতার জন্মদিনে শোনা গেল বিষাদের সুর। সায়কও জানান, ‘তাঁকে আর কুটনি বৌদি বলে ডাকা হবে না।’ অভিনেত্রী স্বামী সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi) সাথে একজোটে তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। আর তাতে সায় দিয়েছেন সুস্মিতার দেওর সায়ক। এই বিচ্ছেদ নিয়ে যাতে কোনরকম জলঘোলা না হয় তার জন্য, এই দম্পতি সমাজ মাধ্যমে এক বার্তা শেয়ার করেছেন।
উভয়ের সম্মতি (Susmita-Sabyasachi)
সমাজ মাধ্যমে ওই দম্পতি তাঁদের বিচ্ছেদের কথা জানান (Susmita-Sabyasachi)। উভয়ের সম্মতিতে তাঁরা আলাদা হয়েছেন। শোনা গিয়েছে, আড়াই বছর আগেও এই দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সব ভুলে একসাথে এতদিন তাঁরা ছিলেন। তবে এখন তাঁরা বিচ্ছেদের পথে হেঁটেছেন। বর্তমানে সুস্মিতা রায়কে (Susmita Roy) ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।
কী বার্তা পাঠান? (Susmita-Sabyasachi)
এই দম্পতির বিচ্ছেদ নিয়ে একদিকে যেমন নেটিজেনেরা নানা রকম সমালোচনা করেছেন (Susmita-Sabyasachi)। অন্যদিকে তাঁদের অনুরাগীরা দু’জনের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। স্বভাবতই অনুরাগী কিংবা নেটিজেন দু’পক্ষেরই ভালো খারাপ লাগা থাকবে, তাঁদের প্রিয় চরিত্রের মানুষগুলোকে নিয়ে। তবে এই আলোচনা যাতে বাড়াবাড়ি দিকে না যায় অর্থাৎ তাঁদেরকে নিয়ে এই বিষয়ে আলোচনা না করার জন্য স্বামী স্ত্রী দুজনেই সমাজ মাধ্যমে এক বার্তা পোস্ট করেন।

আরও পড়ুন: Rahul Dev Bose: টলিউড ছেড়ে দক্ষিণে পাড়ি! তামিলে আগ্রহী রাহুল দেব বোস
অভিনেত্রীর মন্তব্য
অভিনেত্রী সুস্মিতা (Susmita Roy) পোস্টে লেখেন, “এটা দুজনের সিদ্ধান্ত। আমরা দু’জন দু’জনকে সম্মান করি। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি। এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া। আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভালো থাকতে পারি।”
আরও পড়ুন: Deepsheta Mitra: বিচ্ছেদে ছেয়ে যাচ্ছে টলিউড! ঘর ভাঙল নামি অভিনেত্রীর
কী বললেন অভিনেত্রীর স্বামী?
অভিনেত্রী সুস্মিতার স্বামী সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty ) লেখেন, “ভাল থাক। বড় হ আরও। জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছা অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু’ তরফে মিলল না। মন খারাপ দু ‘তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক।” তিনি আরও লেখেন, “বাকিদের চর্চা ,আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দু’ তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে।” সমাজমাধ্যমে তাঁদের এমন পোস্টে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন । তবে বেশিরভাগ জনই তাঁদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।