ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আলোচনায় উঠে আসে রামনবমী উপলক্ষে শুভেন্দুর কাছে আসা অসংখ্য আমন্ত্রণের কথা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রণ পেয়ে তিনি এখন চিন্তায়, কোন অনুষ্ঠানে যাবেন, আর কোনটিতে যাবেন না। শুভেন্দুর দপ্তর সূত্রে জানা গেছে, দিন যত এগোচ্ছে, আমন্ত্রণের সংখ্যা ততই বাড়ছে, যা সামলাতে হিমশিম খাচ্ছে তাঁর টিম।
রাজ্যজুড়ে রামনবমী সফর (Suvendu Adhikari)
বিজেপির পরিষদীয় দলের সূত্রে খবর, শুভেন্দু অধিকারী চান রামনবমীতে (৫ থেকে ৯ এপ্রিল) বাংলার প্রতিটি জেলায় পৌঁছাতে। কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সমুদ্র, সব জায়গাতেই রামনবমীর অনুষ্ঠানে যোগ দিতে চান তিনি। তবে ঠিক কখন, কোথায় যাবেন, সেই সিদ্ধান্ত নেবেন (Suvendu Adhikari) তিনি নিজেই।
রাজনৈতিক কৌশলও রয়েছে (Suvendu Adhikari)
এই রামনবমী সফর কেবল ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, এর পিছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক হিসাব। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোটারদের কাছে পৌঁছানোর পাশাপাশি রাজ্যে হিন্দুত্বের আবহ তৈরি করাই তাঁর লক্ষ্য। শুভেন্দু ইতিমধ্যেই তাঁর বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন, তিনি কট্টর হিন্দুত্বের লাইনেই এগোবেন। এবারের রামনবমীকে সেই রাজনীতির হাতিয়ার হিসেবেই ব্যবহার করতে চাইছেন তিনি। যদিও প্রকাশ্যে এই নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ বিরোধী দলনেতা।

আমন্ত্রণের জোয়ার
শুভেন্দুর দপ্তরে ইতিমধ্যেই হাজারের বেশি আমন্ত্রণ জমা পড়েছে। এর পাশাপাশি কাঁথির শান্তিকুঞ্জ বাসভবন, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয় এবং হলদিয়ার অফিসেও আমন্ত্রণের স্তূপ জমেছে। বিজেপি সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের বিধায়ক হিসাবে শুভেন্দুর কাছে এত আমন্ত্রণ এসেছে যে সব কটিতে যোগ দেওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব।
বিশেষ নজর ভবানীপুরে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে রামনবমী পালনে বিশেষ আগ্রহ শুভেন্দুর। বিজেপির দক্ষিণ কলকাতার নেতৃত্ব ধারণা করছেন, ৭ এপ্রিল তিনি ভবানীপুরেই যেতে পারেন। ইতিমধ্যেই ভবানীপুরের তিনটি মণ্ডলের কর্মীদের রামনবমীর আয়োজন করতে নির্দেশ দিয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শ্রবণ এবং দোলের আগের দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে ভবানীপুরে নিজের উপস্থিতি বাড়িয়েছেন শুভেন্দু। এবার রামনবমীতেও সেই ধারা বজায় রাখতে চাইছেন তিনি।
আরও পড়ুন: BJP & Raam Navami: রাম নবমীতে অঘোষিত কর্মসূচি, ৬ এপ্রিল পর্যন্ত মুলতুবি বিজেপির আন্দোলন কর্মসূচি!
নন্দীগ্রাম ও অন্যান্য জেলা
নিজের কেন্দ্র নন্দীগ্রামে রামনবমী পালনের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার অনুষ্ঠানেও যোগ দেবেন শুভেন্দু। বিজেপি সূত্রে জানা গেছে, যেসব এলাকায় তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে ইতিমধ্যেই মৌখিকভাবে খবর পৌঁছে দেওয়া হয়েছে।
রাজনীতির গরম হাওয়া
২০২৫-এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোটারদের জোগাড় করতে শুভেন্দুর এই রামনবমী সফর একটি বড় কৌশল। তৃণমূলের দৃঢ় গড়ে ঢুকে পড়তে চাইছে বিজেপি। রামনবমীর উত্তাপে বাংলার রাজনীতি যে আরও গরম হয়ে উঠবে, তা নিশ্চিত।