ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও মিছিলের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল বিজেপি। আগামী ১৩ জুলাই কাঁথিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে জনসংযোগ মিছিল করবে বিজেপি। কিন্তু সেই মিছিলের অনুমতি পুলিশ দেয়নি বলে অভিযোগ। গত ৫ জুলাই মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু বিজেপির অভিযোগ, এখনও পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি আসেনি।
মামলা দায়ের অনুমতি হাইকোর্টের(Suvendu Adhikari)
বিজেপির তরফে জানানো হয়েছে, গত ৫ জুলাই তারা পুলিশের কাছে মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতির আবেদন করে। তবে প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনও উত্তর মেলেনি। পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন এক বিজেপি কর্মী। মামলাদারদের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা, অভিযোগ BJP-র(Suvendu Adhikari)
বিজেপির অভিযোগ, যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নেতৃত্বে এই মিছিল হওয়ায় পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে মিছিলের অনুমতি দিচ্ছে না। শান্তিপূর্ণ মিছিল কিংবা জনসংযোগে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিচ্ছে। বিরোধীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।
আরও পড়ুন: Joka-Esplanade Metro: জোকা-এসপ্ল্যানেড রুটে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু, খিদিরপুরে নামল টিবিএম
এর আগেও একাধিকবার আদালতের হস্তক্ষেপ
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) মিছিল বা সভা নিয়ে প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিজেপি। শুধু কাঁথিতেই মিছিল নয়, এর আগেও একাধিক জায়গায় বিজেপি নেতৃত্ব সহ শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি পুলিশ দেয়নি। কখনও কলকাতায়, কখনও জেলায়—প্রায় প্রতিবারই আদালতের অনুমতি নিয়েই যেতে হয়েছে তাঁদের। কখনও সরাসরি অনুমতি, আবার কখনও কড়া শর্তে ছাড়পত্র মিলেছে হাইকোর্টের নির্দেশে। এই পরিপ্রেক্ষিতে ফের আদালতের দ্বারস্থ হয়ে বিজেপি কার্যত প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল। এক্ষেত্র আদালত কী রায় দেয়, সেই দিকেই তাকিয়ে রাজ্য বিজেপি।
আরও পড়ুন: Kolkata Metro: ফের ব্যাহত মেট্রো পরিষেবা, অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা