ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জল্পনা ছিল, বৃহস্পতিবারই নাম ঘোষণা করবে দল। হলও তাই। বৃহস্পতিবার বিজেপি ঘোষণা করল, রাজ্য বিজেপির(BJP) নতুন সভাপতি, শমীক ভট্টাচার্যর(Samik Bhattacharya) নাম। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসাবে রাজ্য বিজেপির সংগঠন সামলানোর গুরুদায়িত্ব পেয়ে গেলেন তিনি। সোমবার রাতেই দৃশ্যত স্পষ্ট হয়ে গিয়েছিল দলে শমীকের নতুন ভূমিকার বিষয়টি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল নাম।
মুসলিমদের স্পষ্ট বার্তা শমীকের(Samik Bhattacharya)
কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম বক্তৃতায় মুসলিম ভোটের প্রসঙ্গ টানেন শমীক(Samik Bhattacharya)। তিনি বলেন, ‘বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, মুসলমানের বিরুদ্ধে নয়…।’ পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “মমতার বিকল্প মুখ কোথায়?” নিজেই জবাব দেন—“যে মুখ এ রাজ্যে প্রত্যাখ্যাত, তার বিকল্পের প্রয়োজন নেই। মানুষ মুক্তি চায়।” তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতার বিকল্প মুখ কোথায়? সেই প্রশ্ন তুলে শমীক নিজেই উত্তর দিয়েছেন। বলেছেন, ‘‘যে মুখ এ রাজ্যে প্রত্যাখ্যাত, তার বিকল্পের প্রয়োজন নেই। মানুষ মুক্তি চায়।’’ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলি পর পর তুলে ধরেন শমীক।
কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকার বার্তা সুকান্তর(Samik Bhattacharya)
শমীকের(Samik Bhattacharya) সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উঠে আগামী দিনে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানিয়েছেন, সব রকম ভাবে তিনি নতুন সভাপতিকে সহায়তা করবেন। ২০২৬-এর লড়াই শমীকদার নেতৃত্বে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে হবে বলেও জানান সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গেই অন্তত দু’বার দিলীপের নাম আসে সুকান্তের ভাষণে। তিনি বলেন, ‘‘চার বছর আগে এই রকম একটি অনুষ্ঠানে দিলীপদা সকলকে দিয়ে ‘সুকান্ত মজুমদার জিন্দাবাদ’ বলিয়েছিলেন। আমি আজ আপনাদের সকলকে ‘শমীক ভট্টাচার্য জিন্দাবাদ’ বলতে বলছি। ২০২৬-এর লড়াই শমীকদার নেতৃত্বে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে হবে।’’
আরও পড়ুন: BJP: শুভেন্দুর হিন্দুত্ব বনাম শমীকের বহুত্ববাদ, বিজেপিতে ফের দ্বন্দ্বের ইঙ্গিত?
ছাব্বিশে রাষ্ট্রবাদী সরকার গড়ার হুঁশিয়ারী শুভেন্দুর
এদিন শমীকের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপে পার্টির কর্মসূচী বাড়িয়ে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তকরণ ও সংকল্প পত্রের মধ্যে দিয়ে ছাব্বিশে রাষ্ট্রবাদী সরকার গড়ার হুঁশিয়ারী দেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার ‘প্রাক্তন’ সুকান্ত মজুমদারের হাত থেকে দলের পতাকা তুলে নিয়েছেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর হাতে সভাপতির শংসাপত্র তুলে দেন রবিশঙ্কর প্রসাদ। সভাপতি হয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্য স্থির করে দিয়েছেন শমীক ভট্টাচার্য। সভাপতি হয়ে তৃণমূলকে ‘পরপারে পাঠিয়ে দেওয়া’র হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।