ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খুব শীঘ্রই আবারও ছোটপর্দায় দেখতে পাবেন হরগৌরী পাইস হোটেলের (Horogouri Pice Hotel) ঐশানিকে। এমনটাই বলছে টলিউডের (Tollywood ) গুঞ্জন। খুব বেশিদিন হয়নি ‘হরগৌরী পাইস হোটেল’ শেষ হয়েছে। আবারও নতুন রূপে নতুন চরিত্রে ছোটপর্দায় নাকি কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)। অভিনেত্রীর বিপরীতে কাকে দেখা যাবে? অর্থাৎ নায়ক কে হতে চলেছেন?
অল্পদিনের মধ্যেই দর্শকের মন জয় (Suvosmita Mukherjee)
হরগৌরী পাইস হোটেলে ঐশানির ভূমিকায় শুভস্মিতা (Suvosmita Mukherjee) খুব অল্পদিনের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। এই ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল দ্বৈত চরিত্রে। ঐশানি এবং তার মেয়ের চরিত্রে শুভস্মিতার অভিনয় ছিল যথেষ্ট প্রশংসনীয়। প্রথম কাজেই দর্শকদের তরফে পেয়েছেন প্রচুর ভালোবাসা। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকও বেশ অনেকদিন চলেছে।
অনুরাগীদের ইচ্ছে পূরণ (Suvosmita Mukherjee)
ধারাবাহিক শেষ হওয়ার পরে পর্দায় শুভস্মিতা (Suvosmita Mukherjee) কে না দেখতে পেয়ে মন খারাপ হয়েছিল বহু অনুরাগীর। তবে তাদের জন্য এটা একটা বড় খবর। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুভস্মিতাকে আবার ধারাবাহিকে দেখা যাবে। একদম নতুন চরিত্রে। তবে কোন ধারাবাহিকে কোন চ্যানেলে অভিনেত্রীকে দেখা যেতে চলেছে তা এখনও জানা যায়নি।
ফিরছেন কোন চ্যানেলে?
যদিও টলিপাড়ার গুঞ্জন বলছেন, তিনি পুনরায় স্টার জলসাতেই ফিরছেন। নতুন ধারাবাহিক নাকি আসতে চলেছে বাংলা টকিজের ব্যানারে। আর এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে থাকবেন অর্থাৎ নায়িকার ভূমিকায় থাকবেন শুভস্মিতা। নতুন কাজ এখন পুরোটাই রয়েছে আলোচনা স্তরে। এই খবর সিলমোহর পড়েনি। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
আরও পড়ুন: Sreemoyee Chattoraj: শ্রীময়ীকে দেখে আতঙ্কিত কাঞ্চন, অভিমান করছে মেয়েও! ব্যাপারটা কী?
নায়ক কে?
নতুন ধারাবাহিকে অভিনেত্রী শুভস্মিতার বিপরীতে দেখা যেতে পারে রিজওয়ান রব্বানি শেখকে (Rezwan Rabbani Sheikh)। আর যদি এই খবর সত্যি হয়, তাহলে দীর্ঘদিন পর আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন রিজওয়ান। এই বিষয়ে অভিনেতা অভিনেত্রীর তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
আরও পড়ুন: Abhishek-Sharly Marriage: মঙ্গলে বিয়ে, প্রকাশ্যে শার্লির সাজ! কেমন লাগছে অভিনেত্রীকে? দেখুন….
লড়াকু মনের মেয়ে
হরগৌরী পাইস হোটেলে শুভস্মিতার বিপরীতে অভিনয় করেছিলেন অর্ণব ব্যানার্জি। তিনি আবার ছোট পর্দায় ফিরে এসেছেন। এখনও নতুন ধারাবাহিক শুরু হয়নি। চলছে শুটিং। খুব শীঘ্রই তাকে দেখা যাবে স্টার জলসার বুলেট সরোজিনী ধারাবাহিকে। অর্ণবকে দেখা যাবে সরোজিনীর প্রেমিকের চরিত্রে। এবার ছোটপর্দায় শুভস্মিতার ফেরার পালা। অভিনেত্রী শুভস্মিতা বেশি লড়াকু মনের মেয়ে। ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন। ছোট থেকে একা হাতে সংসার চালিয়েছেন। জীবনে দেখেছেন প্রচুর ওঠা পড়া। তাই অভিনেত্রী আর খুব একটা ভয় পান না। মনে করেন, তিনি লড়াই করে জিতবেন।