ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগেই শোনা গিয়েছিল, শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) আবারও ওয়েব সিরিজে (web series) নতুন রূপে ধরা দিচ্ছেন (SVF and Hoichoi)। এবার তিনি থাকবেন সাংবাদিকের ভূমিকায়। ছবির নাম কী? ছবির গল্পই বা কেমন? প্রকাশ্যে এসেছে তারই কিছুটা ঝলক।
‘গল্পের পার্বণ ১৪৩২’ এ কনটেন্টের ভিড় (SVF and Hoichoi)
‘গল্পের পার্বণ ১৪৩২’ এ এখন একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ভিড় (SVF and Hoichoi)। সেখানে রয়েছে একের পর এক চমক। সিরিজের তালিকাও বেশ লম্বা। এসভিএফ এবং হইচই’য়ের প্ল্যাটফর্মে এবার শুধু শুভশ্রী নন, পাশাপাশি দেখতে পাবেন মিমি চক্রবর্তী থেকে শুরু করে পার্ণো মিত্রদের। এক গুচ্ছ সিরিজের পোস্টার প্রকাশ্যে এনে হইচই রীতিমত দর্শকদের অবাক করে দিল। সিনেমার পাশাপাশি বছরভর সিরিজেও থাকবে বৈচিত্র্য। একদিকে যেমন রয়েছে থ্রিলার ধর্মী টানটান উত্তেজনার সিরিজ , তেমনি অপরদিকে রয়েছে দমফাটা হাসি থেকে শুরু করে গা ছমছমে ভুতুড়ে গল্প । সিরিজের তালিকায় জায়গা পেয়েছে একাধিক সিক্যুয়েলও।
ওয়েব সিরিজের তালিকা (SVF and Hoichoi)
ওয়েব সিরিজের তালিকায় রয়েছে ‘অনুসন্ধান’, ‘ নাগমণির রহস্য’, ‘তোমাকেই চাই’, ‘ডাইনি’, ‘ভোগ’, ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২’, ‘বীরাঙ্গনা’, ‘নিকষ ছায়া ২’, ‘ কালরাত্রি ২’, ‘ইন্দু ২’, ‘ফেলুদার গোয়েন্দাগিরি: রয়েল বেঙ্গল রহস্য’, ‘লজ্জা ২’ (SVF and Hoichoi)। পাশাপাশি থিয়েট্রিক্যাল ফিল্মসের তালিকায় রয়েছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’, ‘কাদের কুলের বউ’, ‘কুমিরডাঙ্গা’, ‘গোড়ায় গন্ডগোল’। অপরদিকে এসভিএফ এর ছবির তালিকায় রয়েছে ধ্রুব ব্যানার্জি পরিচালিত দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী, ইধিকা অভিনীত ‘রঘু ডাকাত’। এছাড়াও আছে চন্দ্রাশিস রায় পরিচালিত প্রসেনজিৎ চ্যাটার্জী অভিনীত ‘ বিজয়নগরের হিরে’। ধ্রুব ব্যানার্জি পরিচালিত ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’। নির্ঝর মিত্র পরিচালিত ‘চোর পুলিশ ডাকাত বাবু’। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’ এবং সৃজিত মুখার্জি পরিচালিত ‘কিলবিল সোসাইটি’। এই ‘কিলবিল সোসাইটি’তে অন্যতম আকর্ষণ পরমব্রত চট্টোপাধ্যায় , কৌশানী মুখার্জী, বিশ্বনাথ বসু, সুদিপ্তা সেন, অরিজিতা মুখার্জি সহ বহু মুখ চেনা তারকা।

আরও পড়ুন: Rajdeep Gupta: শুটিং করতে গিয়েই বিপত্তি, কঠিন সময়ে রাজদীপের পাশে তন্বী
অন্যতম আকর্ষণ শুভশ্রী গাঙ্গুলী
হইচই’য়ের ওয়েব সিরিজের অন্যতম আকর্ষণ শুভশ্রী গাঙ্গুলী। অদিতি রায়ের পরিচালনায় তাঁকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। এই ওয়েব সিরিজটি বেশ রহস্যজনক হতে চলেছে। কারাগারে কিভাবে অন্তঃসত্ত্বা হন মহিলারা? তারই উত্তর খুঁজবেন শুভশ্রী। যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ, সেখানে মহিলাদের উপর তাহলে কি অত্যাচার চলে ? এরকম এই নানান প্রশ্নের উত্তর নিয়ে আসছে এই সিরিজ।

আরও পড়ুন: Govinda-Sunita: গোবিন্দার ভ্যালেন্টাইন কে? প্রকাশ্যে সুনিতার আসল ‘সতীন’
দর্শকদের জন্য বড় উপহার
অপরদিকে নাগমণি রহস্যে রয়েছেন সোহিনী সরকার। পরিচালনায় সায়ন্তন ঘোষাল । এর আগে মিমি চক্রবর্তীকে ‘ডাইনি’র ঝলকে দেখা গিয়েছিল। ‘ডাইনি’ বলবে দুই বোনের গল্প।এছাড়াও সৌমিতৃষা আবার ওয়েব সিরিজে ফিরছেন। তাঁর অভিনীত ‘কালরাত্রি ২’ এর পরিচালনায় রয়েছেন অয়ন চক্রবর্তী। তাই বলা যেতে পারে, ২০২৫ এর এপ্রিল থেকে ২০২৬ এর মার্চ পর্যন্ত ধামাকাদার একের পর এক উপহার পেতে চলেছে বাংলার দর্শকরা। এসভিএফ তার ৩০ বছরের জন্মদিনে বড় উপহার দিল দর্শকদের।