Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। মাঝে ছোটপর্দায় অভিনেত্রীকে দেখা যায়নি। তিনি বড় পর্দায় ব্যস্ত ছিলেন। সম্প্রতি ‘দ্য একেন বেনারসে বিভীষিকা’ (The Eken: Benaras e Bibhishika)-য় তাঁকে দেখা গিয়েছে। তবে তিনি আবারও ফিরছেন ছোটপর্দায়। কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে? কোন চরিত্রে অভিনয় করেছেন তিনি?
কোন চরিত্রে দেখা যাবে? (Swikriti Majumder)
বড় পর্দায় ‘দ্য একেন বেনারসে বিভীষিকা’ তে সোনার দোকানের বিক্রেতা হিসাবে দেখা গিয়েছিল স্বীকৃতি মজুমদারকে (Swikriti Majumder)। তাঁকে সেই দৃশ্যতে দেখে দর্শক বেশ পছন্দ করেছেন। অর্থাৎ বলা যায়, ছোট পর্দা ও বড় পর্দাতে জনপ্রিয়তা পেয়েছেন সমান ভাবেই। শোনা গিয়েছে এবার ছোট পর্দার ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রানী ভবানী’তে তাঁকে দেখা যাবে। কোন চরিত্রে? শোনা গিয়েছে, ‘কলাবতী’ চরিত্রে অভিনয় করবেন তিনি।
বিয়ে ভেঙে যাবে? (Swikriti Majumder)
অন্যান্য ধারাবাহিকের থেকে আলাদা ‘রাজ রাজেশ্বরী ভবানী’ ধারাবাহিক (Swikriti Majumder)। অর্থাৎ ধারাবাহিকের গল্প হোক কিংবা সাজসজ্জা সবটাই অন্যরকম। তাই এই ঐতিহাসিক নির্ভর ধারাবাহিকের, ‘কলাবতী’ চরিত্রটি স্বীকৃতির খুবই পছন্দ হয়েছে। চরিত্রটি নেগেটিভ না পজেটিভ? অভিনেত্রী কথায়, তাঁকে সদ্য দেখানো হয়েছে ধারাবাহিকে। কলাবতী রাজাবাবুকে ভালোবাসেন। কিন্তু সে বলতে পারে না। অন্যদিকে রাজাবাবু বিয়ে করবেন ভবানীকে। তাই বিয়ে ভাঙ্গার পর কতটা কলাবতীর মধ্যে বদল ঘটবে, তা তিনি জানেন না। চিত্রনাট্য অনুযায়ী গল্প এগোবে। তাই কলাবতীর মধ্যে পরিবর্তন হতে পারে কিনা সেটা গল্পই বলতে পারবে। তাই তাঁর চরিত্রটি নির্ভর করছে চিত্রনাট্যের উপর।
আরও পড়ুন: Kiara Advani: হাসপাতালে কিয়ারা, বাবা হচ্ছেন সিদ্ধার্থ! সুখবরের আশায় অনুরাগীরা
অন্য রূপে ধরা দেওয়া
স্বীকৃতি মজুমদারের (Swikriti Majumder) প্রথম ধারাবাহিক ‘খেলাঘর’। এই ধারাবাহিকে তিনি প্রথম নায়িকা হিসেবে ধরা দেন। পরে ‘মেয়েবেলা’, ‘আলোর কোলে’তেও নায়িকা হিসেবে দেখা গিয়েছিল। কিন্তু দর্শক এবার তাঁকে অন্য রূপে দেখতে চলেছেন। অনেকের ধারণা, তাঁকে ধূসর চরিত্রে দেখা যেতে পারে ভবানী ধারাবাহিকে। কারণ চিত্রনাট্য অনুযায়ী তেমনি হওয়ার কথা। যদিও অভিনেত্রীর থেকে জানা যায়নি তাঁর চরিত্রটি কেমন হবে। তিনি পুরোটাই চিত্রনাট্যর উপরেই ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন: Gaurav Chakrabarty: ভালো মানুষের মুখোশ ছেড়ে চূড়ান্ত শয়তানি, বদলে গেলেন গৌরব!
জীবনকে দুর্বিষহ করে তোলা
কোনও গল্পে যখন নারী চরিত্রের বিয়ে ভাঙ্গে, সেই চরিত্র পরবর্তী কালে ধূসর চরিত্র রূপে ধরা দেয়। সেই চরিত্র তখন গল্পের নায়িকার জীবন দুর্বিষহ করে তোলে। তবে স্বীকৃতির চরিত্র কেমন হবে তা এখনই বলা সম্ভব নয় । চিত্রনাট্যের গল্প অনুযায়ী, তাঁর চরিত্রের বদল হতে পারে বলে অনুমান অভিনেত্রীর। সব মিলিয়ে বলা যায় তাঁকে অন্য রূপে দেখা যাবে ছোট পর্দায়। তাঁকে নায়িকার চরিত্র ছাড়া ধূসর চরিত্রে কেমন লাগে ,কিংবা ধূসর চরিত্রে তাঁর অভিনয় কতটা ফুটে উঠবে তা দেখার অপেক্ষায় দর্শক। আপাতত তিনি ছোটপর্দায় ফিরছেন বলে বেশ খুশি অনুরাগীরা।