ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাকুম্ভে ( Maha Kumbh ) গেলেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। তবে কি শিবের ভক্তির টানে তিনি চলে গেলেন মহা সমাগমে? বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে, পুণ্যের আশায় দলে দলে মানুষ ছুটছেন মহাকুম্ভে। সেই তালিকায় রয়েছেন তারকারাও। এবার মহাকুম্ভে পৌঁছে গেলেন দক্ষিণী ও বলিউডের অভিনেত্রী তামান্না ভাটিয়া। পাশাপাশি প্রকাশ্যে এল, এমন এক দৃশ্য যা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল তামান্নার অনুরাগীদের।
‘ওডেলা ২’ এর পবিত্র সূচনা (Tamannaah Bhatia)
প্রয়াগরাজে (Prayagraj) ত্রিবেণী সঙ্গমে ইতিমধ্যেই পুণ্য স্নান সেরেছেন বহু তারকা (Tamannaah Bhatia)। হেমা মালিনী , এশা গুপ্ত , ভিকি কৌশল, বিজয় দেবারাকোন্ডা, নিমরত কৌর থেকে শুরু করে অনেকেই। এবার সেই তালিকায় নতুন করে যোগ হল তামান্না ভাটিয়ার নাম। আসলে তাঁর ছবি ‘ওডেলা ২’ (Odela 2) এর টিজার প্রকাশের জন্য গোটা ছবির দলকে নিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে। ক্যাপশনে লেখা হয়েছে, “প্রয়াগরাজের মহাকুম্ভে ‘ওডেলা ২’ এর ঝলক প্রকাশ হল। সত্যি পবিত্র সূচনা”।
সাধিকার বেশে তামান্না (Tamannaah Bhatia)
ছবিতে তামান্নার লুকের সাথে মহাকুম্ভের লুকের অনেকটাই মিল। এই ঝলকে তামান্নাকে দেখা গিয়েছে একদম সাধিকার বেশে। পরনে গেরুয়া এবং খয়রি রঙের পোশাক। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে রয়েছে মহাদেবের তিলক। মহাকুম্ভে ছবির টিজার প্রকাশে আসায়, তামান্না নিজেকে ভাগ্যবতী মনে করছেন। টিজার প্রকাশের দিন অনুষ্ঠানে তামান্না বক্তব্য রেখেছেন তেলেগু ভাষায়।
আরও পড়ুন: Farah Khan: “হোলি ছাপরিদের উৎসব!”, বিতর্কিত মন্তব্যের জেরে কাঠগড়ায় ফারহা খান
মন্ত্রমুগ্ধ অনুরাগীরা
ছবির টিজারে রীতিমত গা ছমছমে ভাব। মূলত এটি একটি ক্রাইম থ্রিলার। ‘ওডেলা রেলওয়ে স্টেশন’ এর সিক্যুয়েল। এই ছবিতে তামান্নাকে যেভাবে দেখা গিয়েছে, এর আগে কিন্তু এমন চরিত্রে তাঁকে দেখা যায়নি। তামান্নার লুক দেখে মন্ত্রমুগ্ধ তাঁর অনুরাগীরা। অনেকেই বলছেন, সম্প্রতি তামান্নার ভাগ্য ভীষণ ভালো যাচ্ছে। এর নেপথ্যে অবশ্যই তাঁর পরিশ্রম রয়েছে। সর্বশেষ তামান্নাকে দেখা গিয়েছিল ‘ সিকন্দর কা মুকন্দর’ ছবিতে। যদিও সম্প্রতি ‘স্ত্রী ২’ (Stree 2) ছবিতে ‘আজ কি রাত’ (Aaj Ki Raat) গানে দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিনি।
আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখের জীবন বদলে দেবে ‘কিং’! মেয়েকে সাথে নিয়েই করবেন বাজিমাত
রক্ষাকর্তার ভূমিকায় তামান্না
‘ওডেলা ২’ ছবিতে মূলত তামান্নাকে দেখা যাবে সন্ন্যাসিনীর অবতারে। যেখানে তিনি লড়াই করবেন অশুভ শক্তির বিরুদ্ধে। টিজারে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, এই ধরাধামে যখনই কোনও অশুভ শক্তির অন্ধকার ঘনিয়ে আসে, তখনই রক্ষা করার জন্য যুগ যুগ ধরে এক শুভ শক্তির আবির্ভাব ঘটে। তেমনই এক রক্ষাকর্তার ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়াকে। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই টিজার দেখে ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়েছে দর্শক মনে। এবার প্রেক্ষাগৃহে ছবি আসার অপেক্ষা।