Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড (Tamannaah Bhatia), সব জায়গায় দক্ষ অভিনয়ের মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। বর্তমানে তিনি অভিনয় করছেন একের পর এক ছবিতে। তারমধ্যে রয়েছে মহিলা কেন্দ্রিক প্রজেক্ট। যার মধ্যে অন্যতম ওয়েব সিরিজ ‘ ডু ইউ ওয়ানা পার্টনার ‘(Do You Wanna Partner) এবং তেলেগু ছবি ‘ ওডেলা 2′(Odela 2)। এই দুটি কাজের কেন্দ্রবিন্দুতে একজন নারী চরিত্র ,যার ভাবনা ,সিদ্ধান্ত, অনুভূতির ওপর গোটা কাহিনী দাঁড়িয়ে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রিতে কী মহিলা কেন্দ্রিক ছবির সংখ্যা বাড়ছে?
দেখতে চাইলেও, শুনতে চান না (Tamannaah Bhatia)
অবশ্য অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) সে বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে অভিনেত্রী মনে করেন ,ছবি বানানো সহজ নয়, প্রচুর পরিকল্পনা খরচ সময় ও পরিশ্রম লাগে, তাই যে কটি মহিলা কেন্দ্রিক ছবি হচ্ছে ,তাতেই তিনি খুশি। তামান্না মনে করেন, এই ইন্ডাস্ট্রিতে তাঁদের কাজ দৃশ্যমান। মানে মানুষ দেখতে চান কিন্তু তাঁদের কথা শুনতে চান না বা তাঁদের মতামত শোনার কোনও আগ্রহ নেই। এর পর বলাই যায়, এখন অনেক ক্ষেত্রেই নারীর কণ্ঠস্বর গুরুত্ব পায় না। তাই অভিনেত্রী মনে করেন, একজন উচ্চাকাঙ্ক্ষী নারীকে পুরুষ ভয় পান। বলা যেতে পারে পুরুষরা হয়ত তখন নিরাপত্তাহীনতায় ভোগেন।
অগ্রগতিকে আটকানোর চেষ্টা! (Tamannaah Bhatia)
অবশ্য অনেকে মনে করেন নিরাপত্তাহীনতা থেকে (Tamannaah Bhatia) অনেক সময় নারীর অগ্রগতিকে আটকানোর চেষ্টা করা হয়। তবে সব ক্ষেত্রে নয়। অভিনেত্রী তামান্না সব বাধা পেরিয়ে লড়ে যেতে চান। এই যাত্রাপথ সহজ নয় কিন্তু অভিনেত্রী হার মানতে নারাজ। এখন অনেক নির্মাতা ও পরিচালক নারী কেন্দ্রিক কন্টেন্ট নিয়ে কাজ করছেন এবং এই পরিবর্তন ভবিষ্যতের জন্য আশার আলো। অভিনেত্রীর মতে, আগে কিছু কিছু ছবিতে শক্তিশালী মহিলা চরিত্রদের দেখা গিয়েছে, এখন ধীরে ধীরে এমন ছবির সংখ্যা বাড়ছে । আশা করা যায়, আগামী দিনে আরও বেশি সংখ্যক নারী কেন্দ্রিক গল্প তৈরি হবে।
আরও পড়ুন: Ishani Chatterjee: মাস্ক পরেও রেহাই নেই পারুলের! রাস্তায় বেরোতেই বিপাকে অভিনেত্রী
ক্রমশ বাড়ছে প্রত্যাশা
নারী মানেই শুধু প্রেমিকা নয়, অথবা গ্ল্যামারাস একটি মুখ নয়, নারীর আলাদা মতামত ,সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, বলে মনে করেন অনেকেই । বর্তমানে তামান্না একের পর এক ওটিটি প্রজেক্টে কাজ করছেন। তামান্নাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ক্রমেই বাড়ছে। নতুন ছবির অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।
শীর্ষে পৌঁছানোর মোড়
তামান্নার (Tamannaah) কেরিয়ারে কাজ করেছেন বহু বড় প্রজেক্টে। তবে তাঁর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর মোড় ছিল, ‘বাহুবলী’ সিরিজ। এই ছবিতে অভিনয়ের পর তামান্নার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্রই। একদিকে অভিনেত্রীর স্টাইল অন্যদিকে অভিনয় দক্ষতা, সব মিলিয়ে বহু দর্শকে পছন্দের তালিকায় রয়েছেন তামান্না ভাটিয়া। ফ্যাশন সেন্স এবং লাইফ স্টাইল নিয়ে তিনি বরাবরই খবরের শিরোনামে থাকেন।