Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) এবং বিজয় বার্মার (Vijay Varma) বিচ্ছেদ হয়েছে। আর তামান্নার মন ভেঙে নাকি নতুন প্রেমের দিকে ছুটে চলেছেন বিজয় (Tamannaah-Vijay)? সম্প্রতি প্রেম সম্পর্ক নিয়ে অভিনেতার মন্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সম্পর্ককে তুলনা করলেন আইসক্রিমের সাথে । শুধু তাই নয়, প্রসঙ্গ টানলেন নানান ফ্লেভারের। বললেন, সম্পর্ক উপভোগ করার কথা। কিন্তু হঠাৎ বিজয়ের মুখে এমন কথা কেন? বিচ্ছেদের পর বিজয়ের বক্তব্য শুনে অনেকেই মনে করছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। আসল ব্যাপারটা কী?
সম্পর্কের সমীকরণে বদল (Tamannaah-Vijay)
শোনা গিয়েছিল, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মা (Tamannaah-Vijay)। এমনকি দু’জন একত্রে থাকবেন বলে নতুন বাড়িও খুঁজছিলেন। কিন্তু সেই সুরে হঠাৎ তাল কাটে। বদলে যায় সম্পর্কের সমীকরণ। প্রেমিক-প্রেমিকা থেকে এখন তাঁরা শুধুমাত্র বন্ধু। সম্মান পূর্ণ জায়গা বজায় রেখে, নিজেদের মধ্যে দূরত্ব টেনেছেন তাঁরা।
বিজয়ের বিস্ফোরক মন্তব্য (Tamannaah-Vijay)
যখন বলিউড থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিজয়-তামান্নার বিচ্ছেদ নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে, সেই আবহে হঠাৎ বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা বিজয় (Tamannaah-Vijay)। অভিনেতার মন্তব্যকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্নের ঝড় তুলেছে নেটপাড়ায়।
সম্পর্ক আইসক্রিমের মতো!
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়কে বলতে শোনা যায়, তার কাছে সম্পর্ক আইসক্রিমের মতো। তিনি মনে করেন, কেউ যদি সম্পর্ককে আইসক্রিমের মতো উপভোগ করেন, তাহলে তিনি ভালো থাকবেন। এর অর্থ যে ফ্লেভারই আসুক না কেন, সেটাই মন ভরে উপভোগ করতে হবে। সেদিকে দৌড়ে যেতে হবে। অভিনেতার এহেন বক্তব্যে অনেকেই যেন সহমত হতে পারছেন না। বিজয়ের ইঙ্গিত পূর্ণ মন্তব্যে সরগরম বিনো দুনিয়ায়। প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি আবার নতুন করে প্রেমে পড়েছেন?
আরও পড়ুন: Anupam Roy Birthday: বিবাহবার্ষিকীর মাসেই জন্মদিন, ছোটবেলার কোন জিনিস হারিয়ে ফেললেন অনুপম?
দু’জনের ভিন্ন মত!
কিছুদিন আগেই সিনে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ওঠে, তামান্না শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আর সেই মতের সঙ্গে বিজয়ের মত ভিন্ন হওয়ায়, তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তাছাড়া বিয়ের আগে সম্পর্কে ভাঙ্গনের মতো ঘটনা সিনে ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন নয়। এর আগেও বহু তারকা জুটি বিয়ের পিঁড়িতে পৌঁছানোর আগে সম্পর্কে ইতি টেনেছেন।
আরও পড়ুন: Aryann Bhowmik: গরমে আরিয়ানের ভরসা কাঁচা পেয়াঁজ! তাঁর গ্ল্যামারাস ত্বকের রহস্য কী?
যৌথ ভাবে সিদ্ধান্ত গ্রহণ
যদিও বিজয় এবং তামান্নার সম্পর্ক কেন ভেঙেছে, তার যথাযথ কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে এই প্রাক্তন তারকা জুটি কোনও মন্তব্য করেননি। তবে সিনে পাড়ার গুঞ্জন বলছে, তাঁরা ঠান্ডা মাথায় যৌথ ভাবেই প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক করেছেন, তাঁদের বন্ধুত্বে কোনও প্রকার প্রভাব ফেলতে দেবেন না।