ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোনার গয়নার আকাশছোঁয়া দামের জেরে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে রূপোর অলংকার। গত কয়েক বছরে সিলভার জুয়েলারি, বিশেষত “তারাকাসি” বা রূপোর ফিলিগ্রি শিল্প, হয়ে উঠেছে শহরের ট্রেন্ডসেটারদের প্রথম পছন্দ। সারা দেশের ফ্যাশন অনুরাগীরা, নায়ক-নায়িকারা থেকে শুরু করে সাধারণ গৃহবধূ পর্যন্ত এখন এই সূক্ষ্ম ও নান্দনিক অলংকার পরতেই বেশি আগ্রহী।
রূপোর প্রতি ঝোঁক (Tarakasi Jewellery)
তারাকাসি (Tarakasi Jewellery) আসলে ওড়িশার কটক শহরের ঐতিহ্যবাহী শিল্প। শতাব্দী প্রাচীন এই ফিলিগ্রি শিল্প মূলত রূপার তার দিয়ে তৈরি জটিল ও নিখুঁত ডিজাইনের গয়নার জন্য বিখ্যাত। “তারা” অর্থ তার এবং “কাসি” অর্থ নকশা—এই দুটি শব্দ থেকেই এসেছে এই শিল্পের নাম। মুঘল যুগ থেকেই ওড়িশার কটকে এই শিল্পচর্চা শুরু হয়েছিল বলে জানা যায়। সময়ের সঙ্গে সঙ্গে এটি ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে, এমনকি পশ্চিমবঙ্গেও।
আরও পড়ুন: Akhshay Tritiya: অক্ষয় তৃতীয়ায় পালন করুন এই নিয়মগুলি, ডেকে আনুন সুখ, সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি
সেলেব অনুপ্রেরণা (Tarakasi Jewellery)
সম্প্রতি অভিনেত্রী অপরাজিতা ঘোষ তাঁর সামাজিক মাধ্যমে এই তারাকাসি গয়নার ছবি শেয়ার করে জানান, তিনি এই অলংকার কিনেছেন কটক থেকেই। তাঁর হাতে ও গলায় থাকা সিলভার ফিলিগ্রির জটিল ডিজাইন দ্রুত ভাইরাল হয়ে যায়। অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করে অনেকেই এই গয়নার প্রতি আকৃষ্ট হচ্ছেন।
তবে শুধুমাত্র ফ্যাশনের কথা নয়, এই গয়নার পিছনে রয়েছে সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া। ভারত সরকার সম্প্রতি কটকের এই ‘চাঁদিতারকাসি’ শিল্পকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ প্রদান করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে এই শিল্পের কদর আরও বাড়বে বলে আশাবাদী শিল্পীরা। এখন শুধু কটকের কারিগররাই নয়, বাংলার গয়নাশিল্পীরাও এই ফিলিগ্রি ডিজাইনের গয়না বানাতে শুরু করেছেন।

সাজে নতুন সংযোজন (Tarakasi Jewellery)
অক্ষয় তৃতীয়ার মতো উৎসবমুখর সময়ে রূপোর এই ধরনের গয়না হতে পারে সাজের অনন্য সংযোজন। কানের দুল, গলার হার, কাঁকন, আংটি—সবই পাওয়া যাচ্ছে নতুন নতুন ফিলিগ্রি ডিজাইনে (Tarakasi Jewellery)। বিশেষ করে যারা সোনার গয়নার উচ্চমূল্য মেটাতে পারছেন না, তাঁদের জন্য রূপো হয়ে উঠছে সাশ্রয়ী ও আভিজাত্যমণ্ডিত বিকল্প।
আরও পড়ুন: Skin Care Tips: গরমে ডাবের জলের জুড়ি মেলা ভার, এই পানীয় রূপচর্চায় কী ভাবে ব্যবহার করবেন?
চলতি বছরে বৈশাখী ফ্যাশনে যদি একটু ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী লুক চাই, তাহলে তারাকাসি বা সিলভার ফিলিগ্রির অলংকার হতে পারে একেবারে উপযুক্ত। এতে যেমন থাকবে শিকড়ের টান, তেমনই থাকবে আধুনিকতার ছোঁয়াও।
এই প্রতিবেদনে তুলে ধরা হলো একটি হারিয়ে যেতে বসা শিল্পের নতুন করে ফিরে আসার কাহিনি, যা একদিকে ঐতিহ্য রক্ষা করছে, অন্যদিকে আধুনিক রুচির সঙ্গে তাল মিলিয়ে তৈরি করছে এক নতুন ফ্যাশন স্টেটমেন্ট।